ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে নির্যাতন, অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ

প্রকাশিত: ০৭:৪৫, ২৫ মার্চ ২০১৮

  ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে নির্যাতন,  অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ জোরপূর্বক তুলে নিয়ে মোটা অঙ্কের টাকা আদায়ের পর মামলা দায়ের করে রিমান্ডে এনে নির্যাতনের অভিযোগ তুলেছেন এক ব্যবসায়ী। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে নাসির উদ্দিন নামের ওই ব্যবসায়ী ডিবি পুলিশের বিরুদ্ধে এমন অভিযোগ করে এর বিচার দাবি করেন। তিনি বলেন, গত বছরের ২৮ ডিসেম্বর তিনি ব্যাংকক যান। চলতি বছরের ৫ জানুয়ারি দেশে ফিরে বিমানবন্দর থেকে যাত্রাবাড়ীর বাসার উদ্দেশ্যে রওনা হন। বিমানবন্দরের সামনে রাস্তায় ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন তাকে জোর করে গাড়িতে তুলে চোখ বাঁধে। গাড়িতে তাকে মারধর করা হয়। রাত একটার দিকে চোখ খুলে দিলে দেখেন, তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানায়। দুদিন থানায় আটক রাখার পর ৭ জানুয়ারি নারায়ণগঞ্জের জালাল আহমেদ স্পিনিং মিলের ৬ কোটি টাকা চুরির মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কোর্টে পাঠায়। তাকে ১৫ দিনের রিমান্ডে নিয়ে বেধড়ক মারধর করা হয়। এরপর তার কাছ থেকে মোবাইল, চেক বই ও অন্যান্য কাগজপত্রসহ আড়াই লাখ টাকা হাতিয়ে নেয়। তার চেক বই দিয়ে পর্যায়ক্রমে ৫০ লাখ টাকা তুলে নেয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে নারায়ণগঞ্জ জেলা পুলিশের তরফে জানানো হয়েছে।
×