ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আয়ারল্যান্ডে গণহত্যা ও স্বাধীনতা দিবস পালন

প্রকাশিত: ০৬:৪১, ২৮ মার্চ ২০১৮

আয়ারল্যান্ডে গণহত্যা ও স্বাধীনতা দিবস পালন

আয়ারল্যান্ডে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে কাউন্টি কর্কে “জুরিস ইন” হোটেলে আয়ারল্যান্ড আওয়ামী লীগের আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরান তেলাওয়াত ও গীতা পাঠের পর জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন ও গণহত্যাসহ স্বাধীনতা যুদ্ধে শহীদদের জন্য এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। গভীর শ্রদ্ধার সহিত স্মরণ করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, জাতীয় চার নেতা ও ২ লক্ষ নির্যাতিত মা-বোনদেরকে। আয়ারল্যান্ড স্বেচ্ছাসেবক লীগ প্রধান তৌহিদ হাসান ও আয়ারল্যান্ড ছাত্রলীগের সভাপতি নোমান চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাবলিন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অলক সরকার। ডাবলিন আওয়ামী লীগের সভাপতি ফিরোজ হোসেন ও আয়ারল্যান্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিক খান আয়ারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি কিবরিয়া হায়দার ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন যথাক্রমে অনুষ্ঠানের প্রধান অতিথি ও প্রধানবক্তা হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কর্ক আওয়ামী লীগের সভাপতি ফয়জুল্লাহ শিকদার সভাপতিত্ব করেন। সভায় এই বছরের সেপ্টেম্বরের মধ্যে সম্মেলনের আয়োজনের কথা বলা হয়। এছাড়া অনুষ্ঠানে আয়ারল্যান্ড আওয়ামী লীগের ওয়েবসাইট www.irelandawamileague.com উদ্বোধন করা হয়। ওয়েবসাইট তৈরিতে সাহায্য করেন অলক সরকার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আয়ারল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুজ্জামান নান্না, রফিকুল ইসলাম। বিশিষ্ট ব্যবসায়ী আজিমুল হোসেন আজিম, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জামাল বাসির। আয়ারল্যান্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইনজামামুল হক জুয়েল, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মিজানুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন ডাবলিন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সমীর কুমার, সিনিয়র সহ-সভাপতি জসিম পাটোয়ারী প্রমুখ। -বিজ্ঞপ্তি
×