ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

ময়মনসিংহে কলেজ ছাত্রীকে অপহরণ ॥ পাচারের আশঙ্কা পরিবারের

প্রকাশিত: ২৩:২৬, ৪ এপ্রিল ২০১৮

ময়মনসিংহে কলেজ ছাত্রীকে অপহরণ ॥ পাচারের আশঙ্কা পরিবারের

স্টাফ রিপোর্টার, ময়মনসিং ॥ নগরীর গোলপুকুরপাড় এলাকা থেকে অপহরণের এক মাস পরও সংখ্যালঘু পরিবারের এক মেধাবী কলেজ ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এসময় কলেজ ছাত্রীর ভাগ্যে কী ঘটেছে এ নিয়ে উদ্বিগ্ন পরিবারের সদস্যরা। গত ২২ ফেব্রুয়ারি সকালে বাসার সামনে থেকে অপহরণ করা হয় ময়মনসিংহের সরকারী আনন্দ মোহন কলেজের ওই ছাত্রীকে। এই ঘটনায় গত পহেলা এপ্রিল ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নাম পরিচয় উল্লেখ করে চারজন ও অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত কোন গ্রেফতার নেই। পারিবারিক সূত্র জানায়, সরকারী আনন্দ মোহন কলেজের অর্থনীতিতে অনার্স ফাইনালে প্রথম শ্রেনী পাওয়া মেধাবী ছাত্রীকে চাকরির প্রলোভন দেখিয়ে নিকটাত্মীয় তন্নি বিশ্বাসের সহায়তায় নগরীর আকুয়া মাদ্রাসা কোয়ার্টার এলাকার শাহানুর রহমান, শুভ রহমান ও শামীমাসহ অজ্ঞাতনামা ৪/৫ জন মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। গত ২২ ফেব্রুয়ারির এই ঘটনার পর জনৈক আফজাল বাবু পরিচয়ে মোবাইল ফোনে অপহৃত ছাত্রীর মাকে জানায়, সংঘবদ্ধ নারী পাচারকারী চক্র তার মেয়েকে অপহরণ করেছে এবং ঢাকার এক বাসায় তাকে আটকে রাখা হয়েছে। যে কোন সময় তাকে দেশের বাইরে পাচার করে দেয়া হবে বলেও জানান হয়। এ নিয়ে থানা পুলিশে খবর দিলে অপহৃত কলেজ ছাত্রীর বাবা মাকে খুনের হুমকি দেয়া হয়। কলেজ ছাত্রীর বাবা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা চয়ন কান্তি ঘোষ বিষয়টি কোতোয়ালি মডেল থানা পুলিশকে অবহিত করলেও পুলিশ কার্যকর কোন উদ্যোগ নেয়নি বলে অভিযোগ। এদিকে গত দুই বছর আগে নগরীর নওমহল এলাকায় কাজী অফিসে রেজিষ্ট্রি কাবিনমুলে আমেরিকা প্রবাসী শাহানুর রহমানের সাথে কলেজ ছাত্রীর বিয়ের কথা প্রচার করা হলেও ময়মনসিংহ জেলা রেজিষ্ট্রার জানান, নওমহলে ওই ঠিকানায় কোন কাজী অফিস নেই এবং কাবিননামাটিও ভুয়া।
×