ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বৈশাখে অনলাইনে কেনাকাটা ৬ গুন বেড়েছে

প্রকাশিত: ০২:১৭, ৮ এপ্রিল ২০১৮

বৈশাখে অনলাইনে কেনাকাটা ৬ গুন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ আসছে পহেলা বৈশাখ। নববর্ষ বরণে নিজেদের রাঙাতে উৎসব প্রিয় বাঙালীর অনেকে অনলাইনেই সেরে নিচ্ছেন বৈশাখী কেনাকাটা। এক্ষেত্রে, রাজধানীর বাইরের উৎসব প্রেমীদের আগ্রহ-ই বেশি। ওয়েবসাইটে দেয়া ছবির মতো পণ্যটিই হাতে পেতে চান তারা। উৎসব উপলক্ষে অনলাইন প্রতিষ্ঠানগুলোও নিয়েছে বিশেষ প্রস্তুতি, দিচ্ছে সর্বোচ্চ ৭৭ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। এতে, অন্য সময়ের চেয়ে ৬ গুন বেড়েছে বিক্রি। এই মনোযোগী চোখ যুতসই পোশাকের খোঁজে। যেন মনের সবটুকু রঙ ফুটে উঠে তার বৈশাখী বসনে। বৈশাখের আগে শাড়ি-পাঞ্জাবী, অলংকার, সবকিছুতেই আরেকটু বাঙাল হওয়ার চেষ্টা সবার। ক্রেতারা বলেন, এই উৎসবে বাচ্চারা কি পরবে আমরা কি পরবো সবকিছু ঠিক হচ্ছে কি না! বাঙালির একটা উৎসব তো তাই পরিবারের সবার জন্যে কেনাকাটা থাকবেই। তবে, কেনাকাটার ধরন পাল্টেছে অনলাইন ভিত্তিক নানা উদ্যোগে। ক্রেতা এখন ঘরে-কিংবা আড্ডার আসরে বসেই ঘুরে আসেন সব শপিংমল, অর্ডার দিয়ে অপেক্ষায় থাকেন পণ্য হাতে পাওয়ার। তাদের মতে, উপহার পাঠাতেও বেশ ভালো একটি প্লাটফরম অনলাইন শপগুলো। ক্রেতারা বলেন, অনলাইনে দেখে ভাল লাগলেই সেটাকে সঙ্গে সঙ্গে অর্ডার করা যায়। বৈশাখের কেনাকাটা এখন অনলাইনেই হয়। কাওকে উপহার দিতে চাইলেও সেটাও সম্ভব। এক ক্লিকে ঘরে বসে পেয়ে যাচ্ছি সব। তবে অনেক সময় পছন্দের জিনিস আমাদের কাছে পৌঁছায় না। বৈশাখী রঙে সবাইকে রাঙাতে বর্ষবরণ উৎসবের আগে ই-কমার্স প্রতিষ্ঠাগুলোও নিয়েছে নানা উদ্যোগ। সর্বোচ্চ অফার দেয়ার যেমন চেষ্টা রয়েছে, তেমনি পণ্য কিনতে ব্যয় যেন কম হয়, সেদিকেও নজর রাখছেন ব্যবসায়ীরা। তবে, দু'এক দিনের মধ্যেই দূরের অর্ডার কমিয়ে দেবে অনেক প্রতিষ্ঠান। দারাজ ডটকমের হেড অব কমার্শিয়াল ফুয়াদ আরেফিন বলেন, দ্রুত সময়ের মধ্যে ক্রেতাদের কাছে আমরা পণ্য পৌঁছে দিচ্ছি। পুরো এই সময়ে আমরা রেখেছি ৭৭ শতাংশ ছাড়। আমাদের ৫ গুনের অধিক সেল হচ্ছে প্রতিদিন। বাগডুম ডটকমের সিইও বলেন, এক সপ্তাহ আগে কেনাকাটা শুরু হতো এখন তা বিশ দিন আগে থেকেই শুরু হয়। আমরা দামের দিকে খুবই নজর দেই। ঢাকার থেকেও বাইরে সেল হয় বেশি। শুধু বড় বড় শপিং সাইটেই নয়, ব্যস্ততা বেড়েছে ঘরোয়া-ভাবে চালু করা অনলাইন প্রতিষ্ঠানেও। সংসারবিডি ডটকমের স্বত্বাধিকারী বলেন, বেচাকেনা অনেক বেড়ে গেছে। আমি বেশ কিছু পণ্য এনেছি। শাওনক্রাফট ডটকমের স্বত্বাধিকারী বলেন, অফ লাইন অন আইনে ব্যবসা ভালই হচ্ছে। অনলাইনে পছন্দের পণ্য অর্ডার করার সময়, শর্তগুলো ভালোভাবে জেনে নেয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। এতে করে, ঠিক মতো পণ্য হাতে না পাওয়ার যে অভিযোগ উঠে মাঝে মাঝে, সেই অভিযোগ যেমন উঠবে না, তেমনি একবিন্দুও ফিকে হবে না উৎসবের রঙ।
×