ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সেভিয়ার ঠেকাতে পারল না বায়ার্নকে

প্রকাশিত: ১৮:৫৫, ১২ এপ্রিল ২০১৮

সেভিয়ার ঠেকাতে পারল না বায়ার্নকে

অনলাইন ডেস্ক ॥ গোটা ম্যাচে সর্বোচ্চ উজাড় করে দিয়ে চেষ্টা করল সেভিয়া। তবু লক্ষ পূরণ হল না স্প্যানিশ দলটির। বার্সার পর ছিটকে গেল তারাও। তাদের বিদায় করে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ। কোয়ার্টার ফাইনালে দুদলের ফিরতি পর্ব গোলশূন্য ড্র হয়েছে। প্রথম পর্বে ২-১ গোলে জিতেছিল বায়ার্ন। ফলে ২-১ গোলের অগ্রগামিতায় সেমিতে উঠেছে জার্মান চ্যাম্পিয়নরা। বুধবার রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় প্রতিপক্ষ শিবিরে আক্রমণের প্রথম দাগ কাটে বায়ার্ন। তবে জবাব দিতে সময় নেয়নি সেভিয়া। ফলে পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। প্রথমার্ধের শেষ পর্যন্ত কেউ কাউকে নাহি ছাড় দিতে চায়- এভাবেই এগিয়ে চলেছে খেলা। তবে কেউ গোল আদায় করে নিতে পারেনি। ফলে স্কোরলাইনও থেকেছে গোলশূন্য। বিরতির পর আক্রমণের প্রথম তোপ দাগায় বায়ার্ন। ৪৯ মিনিটে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি দলের প্রাণভোমরা রবার্তো লেভানডফস্কি। পরক্ষণেই মোক্ষম সুযোগ পায় সেভিয়া। তবে ফুটবলদেবী মুখ ফিরে না চাওয়ায় তা সাফল্যের মুখ দেখেনি। এভার বানেগার ফ্রি কিকে দুর্দান্ত হেড করেন আনহেল কোররেয়া। কিন্তু বারে লেগে তা ফিরে আসে। পরে তা বিপদমুক্ত করেন বাভারিয়ান ডিভেন্ডাররা। বাকি সময়েও একাধিক সুযোগ পেয়েছে দুদল। তবে কেউই কাঙ্ক্ষিত সাফল্য পায়নি। তাই শেষ দিকে উল্লেখযোগ্য ঘটনা হয়ে থাকল হোয়াকিন কোররেয়ার লাল কার্ড।
×