ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সম্পন্ন হলো মঙ্গল শোভাযাত্রা

প্রকাশিত: ১৯:৩৩, ১৪ এপ্রিল ২০১৮

সম্পন্ন হলো মঙ্গল শোভাযাত্রা

অনলাইন রিপোর্টার ॥ কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে মঙ্গল শোভাযাত্রা শেষ হয়েছে। মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ ও র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শোভাযাত্রার চারপাশে দায়িত্ব পালন করেন। পয়লা বৈশাখের দিন শনিবার সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে চারুকলা অনুষদ থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। পরে এটি শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল (প্রাক্তন রূপসী বাংলা) চত্বর ঘুরে শিশুপার্ক ও মৎস ভবন ঘোরে। রমনা জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বলেন, ‘কোনো ধরনের হুমকি না থাকলেও শোভাযাত্রার নিরাপত্তা আগে থেকেই পরিকল্পিতভাবে গড়ো তোলা হয়।’
×