ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে অযোগ্য ॥ জেমস কোমে

প্রকাশিত: ১৯:৪৯, ১৬ এপ্রিল ২০১৮

ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে  অযোগ্য ॥  জেমস কোমে

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের প্রাক্তন পরিচালক জেমস কোমে বলেছেন, ‘ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে নৈতিকভাবে অযোগ্য। তিনি নারীদের মাংসের টুকরোর মতো ব্যবহার করেন।’ প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক বহিষ্কৃত হওয়ার পর এই প্রথম টেলিভিশনে বড় কোনো সাক্ষাৎকার দিলেন জেমস কোমে। রবিবার রাতে এবিসি নিউজের ২০/২০ অনুষ্ঠানের ওই সাক্ষাৎকারে কোমে বলেন, ট্রাম্প সারাক্ষণ মিথ্যা কথা বলেন এবং হয়ত তার ন্যায়বিচার বিরুদ্ধতা রয়েছে।’ জেমস কোমের এই সাক্ষাৎকারের কয়েক ঘণ্টা আগে প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রতি অভিযোগ এনে বলেন, ‘মি. কোমে অনেক মিথ্যা কথা বলতেন।’ এর প্রেক্ষিতে কোমে বলেন, ‘আমি অন্যের কথায় গা ভাসিয়ে বলতে চাই না প্রেসিডেন্ট ট্রাম্প মানসিকভাবে অসম্পূর্ণ বা স্মৃতিভ্রংশতার প্রাথমিক পর্যায়ে রয়েছেন। আমি মনে করি না তিনি স্বাস্থ্যগত দিক থেকে প্রেসিডেন্ট হতে অযোগ্য। আমি মনে করি তিনি নৈতিক দিক থেকে প্রেসিডেন্ট হতে অযোগ্য।’ কোমে বলেন, ‘আমাদের প্রেসিডেন্টের অবশ্যই সম্মান ও মূল্যবোধের বিমূর্ত প্রতীক হতে হবে, যা আমাদের দেশের অন্তঃস্থলে রয়েছে। সবচেয়ে বড় কথা তাকে সত্যবাদী হতে হবে। এই প্রেসিডেন্ট সেটির যোগ্য নন।’ সূত্র : বিবিসি
×