ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘সুয়োরানী দুয়োরানী’তে তানিয়া বৃষ্টি

প্রকাশিত: ২৩:৫৫, ১৬ এপ্রিল ২০১৮

‘সুয়োরানী দুয়োরানী’তে তানিয়া বৃষ্টি

স্টাফ রিপোর্টার ॥ গাজীপুর জঙ্গলে হাজার পাঠের নাটক ‘সুয়োরানী দুয়োরানী’ তৃতীয় লটের কাজ শুরু হচ্ছে আগামীকাল বুধবার থেকে। এবার ‘সুয়োরানী দুয়োরানী’ শিল্পী বহরে যোগ দিচ্ছেন ভিট তারকাখ্যাত অভিনেত্রী ও মডেল তানিয়া বৃষ্টি। তার সঙ্গে আরও যুক্ত হচ্ছেন আমির সিরাজী, রেবেকা, চলচ্চিত্রের দুই হিরো সাদমান সামি, সাইফ খান, তাদের সঙ্গে আছেন অরিন, চিত্র নায়ক ফাহিম, তারেক স্বপন, উত্তম অধিকারীসহ একঝাক নতুন মুখ। এমন তথ্য জানালেন প্রযোজনা প্রতিষ্ঠান এমপ্যাথির নির্বাহী কর্মকর্তা সানজিদা হায়দার। পরিচালক দেওয়ান নাজমুলের অসুস্থতার জন্য টানা দুই মাস নাটকটির শূটিং বন্ধ ছিল। পরিচালক জানান চতুর্থ লটে আরও নতুন চমক থাকবে। যুক্ত হবেন বেশকিছু জনপ্রিয় মুখ। এদিকে ‘সুয়োরানী দুয়োরানী’ নাটকে নিজের চরিত্র প্রসঙ্গে তানিয়া বৃষ্টি বলেন- দারুণ মজার একটা চরিত্রের অভিনয় করতে যাচ্ছি। অনেক দিন ধরেই মনের ইচ্ছা ছিল একটি রাজকীয় গল্পে কাজ করার। সে সুযোগ হয়ে গেল ‘সুয়োরানী দুয়োরানী’তে। আমি সুজানগরের শাহজাদী নূরজাহান আমার বাবা-মায়ের চরিত্রে অভিনয় করছেন রেবেকা আন্টি ও আমির সিরাজী। ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন চিত্র নায়ক ফাহিম। তবে তার সঙ্গে নায়ক হয়ে কে কাজ করছে এমন প্রশ্নের উত্তরে বলেন। এটা সাসপেন্স থাকল, সময় হলেই দেখবেন তবে আমার সঙ্গে নায়ক হয়ে আসবেন দু’জন। একজন ভালবাসবে আমাকে, অন্য জনকে ভালবাসব আমি। চরিত্রে দারুণ সাসপেন্স আছে শুনেই লুফে নিয়েছি। এদিকে অরিন কলকাতায় মুভি নিয়ে ব্যস্ত থাকলেও ‘সুয়োরানী দুয়োরানী’তে কাজ করার জন্যে দু’দিনের জন্য ঢাকায় আসবেন। অভিনেত্রী তানিয়া বৃষ্টি আরও বলেন, গল্প এবং গল্পের আয়োজন, ড্রেস, লোকেশন, গহনা-গাটি, ধারালো সংলাপে প্রেমে পড়ে অনেক ব্যস্ততার মাঝেও এই নাটকে সিডিউল দিয়েছি। অনেক যত্ন করে দেওয়ান নাজমুল ভাই কাজ করছেন। গল্পটি টেলিভিশনে প্রচার হলে দর্শক নতুন সাধের নাটক দেখতে পাবে। অনেক দিন পর অন্য রকম গল্প নিয়ে ‘সুয়োরানী দুয়োরানী’ তৈরি হচ্ছে। প্রতিটি চরিত্রে আছে নতুন নতুন ডাইমেনশন। নাটকটির পর্ব পরিচালক হিসেবে আছে সঞ্জীব দাস। ইতোপূর্বে ‘সুয়োরানী দুয়োরানীতে’ যারা অভিনয় করেছেন- এদের মধ্যে অন্যতম, চিত্র নায়ক আলী রাজ, চিত্রালেখা গুহ, ইশানা, আশিক, তারিক স্বপন, প্রিমা, কাজী উজ্জল, আমিন সরকার, শায়লা বেগম, অলকা সরকার, জাভেদ মিন্টু, অঞ্জলী সাথী, কাজী রাজু, তমা ইসলাম ও পলাশ মাসুদ।
×