ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যশোরের ৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন চুড়ান্ত

প্রকাশিত: ০১:৩৯, ১৬ এপ্রিল ২০১৮

যশোরের ৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন চুড়ান্ত

স্টাফ রিপোর্টার॥ যশোরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত আমজাদ হোসেন মোল্লাসহ (৭৭) পাঁচজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সোমবার ধানমন্ডি কার্যালয়ে তদন্ত সংস্থার সমন্বয়ক আব্দুল হান্নান খান এক সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন প্রকাশ করেন। ওই পাঁচজনের বিরুদ্ধে হত্যা, আটক ও শারীরিক নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগ আনা হয়েছে। পাঁচ আসামিদের মধ্যে আমজাদ হোসেন মোল্লা কারাগারে আছেন। তার বাড়ি যশোরের বাঘারপাড়া থানার প্রেমচারা গ্রামে। মুক্তিযুদ্ধের সময় মুসলিম লীগের সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। বাকি চারজন পলাতক রয়েছেন। গ্রেপ্তারের স্বার্থে পলাতকদের নাম প্রকাশ করেনি তদন্ত সংস্থা। আাসামিদের বিরুদ্ধে ২০১৭ সালের ২৬ এপ্রিল তদন্ত কার্যক্রম শুরু হয়। প্রায় এক বছর পর আজ চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রাকশ করা হলো। মামলাটি তদন্ত করেছেন ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা মো. আ. রাজ্জাক খান।ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার এটি ৬৩তম প্রতিবেদন। আসামিদের বিরুদ্ধে যশোরের বাঘারপাড়া থানার ২ নম্বর বান্দবিলা ইউনিয়নের উত্তর চাঁদপুর, পাইদঘাট ও প্রেমচারা গ্রামের বিভিন্ন স্থানে আটক, শারীরিক নির্যাতন ও ছয়জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। ছয় খন্ডের প্রতিবেদনের প্রতিটির পৃষ্ঠা ৬০ করে। দালিলিক প্রমাণ হিসেবে যশোর জেলা প্রশাসকের পাঠানো বাঘারপাড়া উপজেলার রাজাকারদের তালিকা যুক্ত করা হয়েছে।
×