ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মুশফিক রহিম ইনজুরিতে

প্রকাশিত: ০৩:২১, ১৬ এপ্রিল ২০১৮

মুশফিক রহিম ইনজুরিতে

অনলাইন রিপোর্টার ॥ অ্যাঙ্কেলের চোটে মাঠের বাইরে ছিটকে পড়েছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম। বাংলাদেশ ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের চতুর্থ ও শেষ দিনের খেলার প্রস্তুতির সময়ই এই চোটে পড়েন মুশফিক। তার চোটও ফুটবল খেলতে গিয়েই। গা গরমের ফুটবলে সতীর্থ নাজমুল হাসান শান্তর সঙ্গে ধাক্কা লাগে মুশফিকের। এতে বাঁ পায়ের অ্যাঙ্কেলে ব্যথা পেয়েছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, চোটের যে ধরণ তাতে কবে নাগাদ মুশফিক মাঠে ফিরতে পারবেন এখনই বলা যাচ্ছে না। তিনি বলেন, ‘তার অ্যাঙ্কেলে টান পড়েছে, এই মুহূর্তে বিশ্রামে থাকতে হবে। ইতোমধ্যেই চারদিন হয়ে গেছে, আমরা সপ্তাহে সপ্তাহে তার অবস্থা পর্যবেক্ষণ করব। সম্ভবত সময় লাগবে। তবে কতদিন লাগবে, এখনই বলা যাচ্ছে না।’ ৩০ বছর বয়সী মুশফিক সর্বশেষ ম্যাচে বগুড়ায় হোমটাউনে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকান। তবে বিসিএলের পঞ্চম রাউন্ডে সম্ভবত আর খেলা হচ্ছে না তার। মঙ্গলবার থেকে শুরু পঞ্চম রাউন্ডের ম্যাচ।
×