ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চালকদের সচেতনতা খুব জরুরি ॥ সেতুমন্ত্রী

প্রকাশিত: ২২:৪৬, ১৮ এপ্রিল ২০১৮

চালকদের সচেতনতা খুব জরুরি ॥ সেতুমন্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ আজ বুধবার সকালে ঢাকার হাতিরঝিলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম দেখতে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । সেখানে কলেজছাত্র রাজীব হোসেনের হাত হারানো এবং তার মৃত্যুর বিষয়ে সাংবাদিকদের তিনি বলেন, “সড়কের খারাপ-ভালো তো এর সঙ্গে জড়িত না। যারা চালাচ্ছে এবং গাড়িতে যারা আরোহী, তারা এর সঙ্গে দায়ী। হতে পারে ওই ছেলেটাও ভুল করতে পারে। তার দাঁড়ানোটা সঠিক নাও হতে পারে। এ ব্যপারে চালকদের সচেতন হতে হবে।” গত ৩ এপ্রিল কারওয়ান বাজার মোড়ে বিআরটিসি ও স্বজন পরিবহনের দুই বাসের প্রতিযোগিতার মধ্যে বিআরটিসির যাত্রী রাজীবের ডান কনুইয়ের ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তার মাথার সামনের ও পেছনের হাড় ভেঙে যায় এবং ছাড়াও মস্তিষ্কের সামনের দিকে আঘাত লাগে। রাজীবের ওই দুর্ঘটনা পুরো বাংলাদেশকে কাঁপিয়ে দেয়। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে সোমবার রাতে ওই তরুণের মৃত্যু হয়। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, “এ ব্যাপারে চালকদের সচেতনতা খুব জরুরি। এখানে সড়কের কোনো সম্পর্ক নেই। গাড়ি ওভারটেক করতে গিয়ে একজনের হাত গেল, এর সঙ্গে সড়কের কী সম্পর্ক ” তিনি আরও বলেন, “কোটা সংস্কার আন্দোলন ভিসির বাড়ি তছনছ হল, ভিসির কী সম্পর্ক কোটার সঙ্গে? এটাও (সড়ক দুর্ঘটনা) তো ওরকম একটা কিছু। … এখানে তো পরিবহন ব্যবস্থাপনা দায়ী।” সকালে হাতিরঝিলে এ ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুর রহিম বেলা সাড়ে ১১টার দিকে জানান, তারা ওই সময় পর্যন্ত ৩০টি অটোরিকশা, মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের চালককে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন।
×