ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রথম সফল বোন মেরু ট্রান্সপ্ল্যান্ট করলো বিএসএমএমইউ

প্রকাশিত: ০৩:৪৬, ১৮ এপ্রিল ২০১৮

প্রথম সফল বোন মেরু ট্রান্সপ্ল্যান্ট করলো বিএসএমএমইউ

অনলাইন রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর হেমাটোলজি বিভাগে বোন মেরু ট্রান্সপ্ল্যান্ট ইউনিটে ইফতে আরা (৪৮) নামে ব্লাড ক্যান্সারে আক্রান্ত এক রোগীর দেহে প্রথম সফলভাবে বোনমেরু ট্রান্সপ্ল্যান্ট (অস্থিমজ্জা প্রতিস্থাপন) সম্পন্ন হয়েছে। রংপুরের চিলমারির বাসিন্দা ইফতে আরা মাল্টিপল মায়োলামা নামক ব্লাড ক্যান্সারে ভুগছিলেন। ১ এপ্রিল তার দেহে ‘অটোলোগাস’ পদ্ধতিতে সফলভাবে অস্থিমজ্জা প্রতিস্থাপন করা হয়। হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাসুদা বেগম জানান, বিএসএমএমইউতে বোনমেরু ট্রান্সপ্ল্যান্ট করে সুস্থ হয়ে ইফতে আরা বুধবার গ্রামের বাড়ি ফিরেছে। তার চিকিৎসায় আনুমানিক পাঁচ লাখ টাকা ব্যয় হয়। তিনি দুই সপ্তাহ পরে ফলোআপ চিকিৎসার জন্য বিএসএমএমইউতে আসবেন বলে তিনি জানান। হেমাটোলজি বিভাগের চিকিৎসকরা জানান, অস্থিমজ্জা হচ্ছে হাড়ের মধ্যে থাকা এক ধরনের নরম টিস্যু। আর স্টেমসেল হচ্ছে অস্থিমজ্জায় থাকা অপরিণত কোষ, যা শরীরে প্রয়োজনীয় রক্তকণিকা বাড়াতে কাজ করে। ট্রান্সপ্লান্ট প্রক্রিয়ায় ক্যান্সার রোগীর আক্রান্ত বোনমেরু কেমোথেরাপির মাধ্যমে নষ্ট করে শরীর থেকে নেয়া স্টেমসেল রক্তে প্রবেশের মতো করেই শরীরে প্রবেশ করানো হয়। এক্ষেত্রে অস্ত্রোপচারের প্রয়োজন হয় না। দুই থেকে তিন সপ্তাহের মধ্যে স্টেমসেলগুলো থেকে নতুন রক্তকণিকা তৈরি হতে শুরু করে।
×