ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গণঅভ্যুত্থানে খালেদা জিয়া ও গণতন্ত্র মুক্ত করা হবে : ফখরুল

প্রকাশিত: ০১:০৪, ১৯ এপ্রিল ২০১৮

গণঅভ্যুত্থানে খালেদা জিয়া ও গণতন্ত্র মুক্ত করা হবে : ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ জনগণকে সঙ্গে নিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে কারাবন্দী খালেদা জিয়া এবং গণতন্ত্র মুক্ত করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ‘এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, কোটা সংস্কারের মতো বিচ্ছিন্ন বা একটি শ্রেণির আন্দোলনের মাধ্যমে কাঙ্খিত পরিবর্তন আসবে না। সামগ্রিক পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন প্রয়োজন। তিনি বলেন, জনগণের প্রতিনিধিত্ব থাকলেই তো সেই সরকার জনগণের কথা চিন্তা করবে। তাই আমরা আমরা গণতন্ত্র পুনরুদ্ধার চাই। আর গণতন্ত্র পুনরুদ্ধার হবে নির্বাচনের মধ্যে দিয়ে। সেই নির্বাচন অবশ্যই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। তা না হলে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না। প্রধানমন্ত্রীর কোটা পদ্ধতি বাতিলের ঘোষণার সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, এটা তিনি রাগ করে বলেছেন। তিনি এটা করতে পারেন না। তাঁর সেই এখতিয়ার নেই। প্রধানমন্ত্রীর এই ঘোষণাটা সংবিধানের বাইরে। ছাত্ররা চেয়েছিল কোটা পদ্ধতি সংস্কার। কিন্তু প্রধানমন্ত্রী সেটা না করে কোটা পদ্ধতি উঠিয়ে দিয়েছেন! কারণ, তিনি জানেন যে, এটা কোর্টে উঠলে আটকে দেয়া হবে। যার ফলে এখন পর্যন্ত গেজেট হয়নি। দলের নেতাকর্মীদেও উদ্দেশে মির্জা ফখরুল বলেন, বিএনপির দাবি নিয়ে জনগণের সঙ্গে আরো বেশি সম্পৃক্ত হতে হবে। কারণ, সরকারের বিভিন্ন রোল মডেলই হচ্ছে মিথ্যাচার। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার একটি পথ, সেটা হচ্ছে জনগণ। জনগণের কাছে যেতে হবে। জনগণকে জাগিয়ে তুলতে হবে। জনগণের মাধ্যমে গণঅভ্যুত্থান ঘটাতে হবে। ভোটের ভাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার ইস্যুতে একটি জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আয়োজক সংগঠনের সভাপতি প্রকৌশলী মাহমুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, ডা. এ জেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, সৈয়দ আবদাল আহমেদ, গণশিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, সহ-তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী প্রমুখ।
×