ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ জার্মানীসহ ইউরোপের বিপণন হাব হতে পারে

প্রকাশিত: ০৩:০৭, ১৯ এপ্রিল ২০১৮

বাংলাদেশ জার্মানীসহ ইউরোপের বিপণন হাব হতে পারে

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বাংলাদেশ জার্মানীসহ ইউরোপের বিপণন হাব হতে পারে। সেভেন সিষ্টারসহ ভারত ও মায়ানমারে এই বিশাল বাজারের ‘হাব’ হবে বাংলাদেশ। অধিকন্তু সস্তা শ্রম এবং রাজনৈতিক কমিটমেন্ট, এই বাজার সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে। প্রতিমন্ত্রী, বুধবার জার্মানীর বার্লিনে ৩য় জার্মানড় এশিয়া বাণিজ্য সংলাপে-এ এসব কথা বলেন। তিনি মুক্ত বানিজ্য ও লিবারেল ওয়াল্ড অর্ডার এর প্রেক্ষিতে ব্যবসায় আইনের অবদান নিয়ে বাংলাদেশর প্রেক্ষিতে আলোচনা করেন। এসময় বাংলাদেশের সাথে -জার্মানের ব্যবসার বর্তমান ও সম্ভাবনা তুলে ধরে বলেন, বাংলাদেশ বিনিয়োগের বিপুল সম্ভাবনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সৃজন করেছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে আগামীতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করা যাবে। উৎপাদন, সঞ্চালন ও বিতরণ সকল শাখায় উন্নত প্রযুক্তির ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে। এই ডায়লগ থেকে ফলপ্রসুভাবে এ চাহিদা পূরণ করা যেতে পারে। তিনি আশা প্রকাশ করে বলেন, এখান থেকে একটি প্লাটফরম তৈরী হবে; যা জার্মান ও এশিয়ার কোম্পানিগুলোর মধ্যে ব্যবসায়িক সম্পর্ক জোরদার করবে এবং সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা ও কুটনৈতিক ব্যক্তিদের সাথে সমন্বয় সহজতর করবে। এর পূর্বে প্রতিমন্ত্রী, জার্মান এমপি মার্ক হফম্যানের এর সাথে দ্বি-পাক্ষিক সভায় বিনিয়োগ, আগামীর জ্বালানি ও টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা করেন। তারা উভয় দেশের পারস্পারিক স্বার্থ সংরক্ষণের জন্য যোগযোগ বাড়ানো উপর গুরুত্ব দেন। এ সময় জার্মানে নিযুক্ত বাংলাদেশের রাষ্টদূত ইমতিয়াজ আহমেদ উপস্থিত ছিলেন। অন্যান্যের মাঝে জার্মানীতে নিযুক্ত সিংগাপুরের রাষ্ট্রদুত লাউরেন্স বে, জার্মানীতে নিযুক্ত তাইওয়ানের প্রতিনিধি প্রফেসর ড. ঝি-উই-সিচ এবং ডিআইএইচকে-এর উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ভোলকার ট্রেয়ার বক্তব্য দেন।
×