ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ইয়াবা বিক্রেতার হাতে পুলিশ গুলিবিদ্ধ

প্রকাশিত: ০৩:৫৩, ১৯ এপ্রিল ২০১৮

রাজধানীতে ইয়াবা বিক্রেতার হাতে পুলিশ গুলিবিদ্ধ

অনলা্ইন রিপোর্টার ॥ রাজধানীর গেন্ডারিয়া থানাধীন শেলটেক এলাকায় ইয়াবা বিক্রেতাদের গুলিতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ঘুন্ডিঘোর শেলটেক গলির একটি বাসায় অভিযানে গেলে গুলি ছোড়ে মাদক বিক্রেতারা। এতে অভিযানে অংশ নেয়া গেন্ডারিয়া থানার দুই এএসআই ও এক কনস্টেবল গুলিবিদ্ধ হন। আহত পুলিশ সদস্যরা হলেন এএসআই মোহসিন আলী, এএসআই মশিউর রহমান ও কনস্টেবল বশির উদ্দিন। তাদের স্থানীয় আজগর আলী হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছেন গেন্ডারিয়া থানার ওসি কাজী মিজানুর রহমান। তিনি বলেন, গোপন সংবাদ ছিল একটি ইয়াবার বড় চালান নিয়ে আসা হচ্ছে। ঘুন্ডিঘোর শেলটেক গলির দিননাথ সেন রোডের ৬০/৩ নম্বর বাড়ির তৃতীয় তলায় অভিযানে যায় পুলিশ। তবে পুলিশের উপস্থিতি পেয়ে টের পেয়ে গুলি ছোড়ে মাদক বিক্রেতারা। পরে পুলিশও গুলি ছোড়ে। ইয়াবা বিক্রেতাদের গুলিতে গেন্ডারিয়া থানার টহলরত এক এএসআই এর পায়ে আরেক এএসআই ও এক কনস্টেবলের হাতে গুলি লাগে। ঘটনাস্থল থেকে এক নারী ইয়াবা বিক্রেতাকে আটক করা হয়েছে। বাসাটি থেকে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করার দাবি করেন ওসি। ওসি মিজান বলেন, ঘটনার পর পলাতক ইয়াবা বিক্রেতাদের ধরতে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।
×