ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নেত্রকোনার দুই রাজাকার ২শ’ বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়

প্রকাশিত: ০৫:৫৫, ২০ এপ্রিল ২০১৮

নেত্রকোনার দুই রাজাকার ২শ’ বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেত্রকোনার আটপাড়ার দুই রাজাকার হেদায়েতুল্লাহ ওরফে আঞ্জু বিএসসি ও সোহরাব ফকির ওরফে সোহরাব আলী ওরফে ছোরাপ আলীর বিরুদ্ধে প্রসিকিউশনের ১৬তম সাক্ষী মমতাজ বেগম, ১৭তম সাক্ষী মোঃ মোখলেসুর রহমান ও ১৮তম সাক্ষী মোঃ আলী উসমান মিয়া জবানবন্দী প্রদান করেছেন। মোঃ আলী উসমান জবানবন্দীতে বলেন, রাজাকার হেদায়েতুল্লাহ আঞ্জু ও এনায়েত উল্লাহ মঞ্জু (বর্তমানে মৃত) সহ পাকিস্তানী সৈন্যরা আমাদের গ্রামসহ ১৫০ থেকে দুই শত বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। আগুন দেয়ার আগে বাড়ি ঘরে লুটপাট চালায়। তারা আমার ভাই আব্দুল হামিদকে ধরে নিয়ে অমানুষিক নির্যাতন করে পঙ্গু করে দিয়েছে। সাক্ষীদের জবানবন্দী শেষে আসামি পক্ষের আইনজীবী তাদেরকে জেরা করেন। পরবর্তী সাক্ষীর জন্য ২০ মে দিন নির্ধারণ করা হয়েছে। বিচারপতি আমির হোসেনের নেতৃত্বে দুই সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার এ আদেশ প্রদান করেছেন। এ সময় প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন খান মুন্নি। আসামি পক্ষে ছিলেন এ্যাডভোকেট আব্দুস শুকুর খান। ১৮তম সাক্ষী তার জবানবন্দীতে বলেন, আমার নাম মোঃ আলী উসমান মিয়া। আমার বর্তমান বয়স আনুমানিক ৬৮ বছর। আমার ঠিকানা গ্রাম মদন মাঝপাড়া, থানা মদন, জেলা নেত্রকোনা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ছিল আনুমানিক ২০ বছর। তখন আমি জাহাঙ্গীরপুর টি আমিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়তাম। বর্তমানে আমি কৃষিকাজ করি। একাত্তরের ৭ ডিসেম্বর ভোর সাতটায় আটপাড়া থানায় আক্রমণ করলে যুদ্ধের সময় আমার বাম হাতে দুটি গুলি লেগে আহত হই। তারপর আমি বাড়িতে এসে দেখি আমাদের ঘরবাড়ি জ্বালিয়ে ছাই করে দিয়েছে। আমাদের গ্রাম এবং আশপাশে ১৫০/২০০ বাড়ি ঘরে লুটপাট করে জ্বালিয়ে ছাই করে দিয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর আমি বাড়িতে এসে আমার ভাই আব্দুল হামিদের নিকট জানতে পারি যে, ১৯৭১ সালের ভাদ্র মাসের ১৬ তারিখ আনুমানিক দুপুর ১২/১টা দিকে রাজাকার সোহরাব ফকির ৮/১০ জন রাজাকার ও ৩ পাকিস্তানী সৈন্য নিয়ে আমাদের বাড়িতে যেয়ে আমার ভাই আব্দুল হামিদকে ধরে শান্তি কমিটির চেয়ারম্যান আব্দুল মালেকের বাড়িতে নিয়ে আটক রেখে তাকে অমানুষিক নির্যাতন করে। নির্যাতন করে তাকে পঙ্গু করে দিয়েছে।
×