ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খালেদার সঙ্গে সাক্ষাতে বিফল হলেন বিএনপির তিন নেতা

প্রকাশিত: ০৫:৫৭, ২০ এপ্রিল ২০১৮

খালেদার সঙ্গে সাক্ষাতে বিফল হলেন বিএনপির তিন নেতা

স্টাফ রিপোর্টার ॥ কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করতে গিয়ে বিফল হলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩ সিনিয়র নেতা। বৃহস্পতিবার বিকেল ৩টা ৩৫ মিনিটে তারা পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে কেন্দ্রীয় কারাগারের ফটকে যান। প্রায় ১৫ মিনিট সেখানে অপেক্ষা করে কারাকর্তৃপক্ষের অনুমতি না পেয়ে সেখান থেকে ফিরে আসেন। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করতে না পেরে কারাফটক থেকে ফিরে আসার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ম্যাডামের স্বাস্থ্য খারাপ জেনে আমরা দেখা করার অনুমতি পেয়েছিলাম। গত পরশু আমাদের একটা সময় দেয়া হয়েছিল, সেটা বাতিল করে বৃহস্পতিবার আবার সময় দেয়া হয় বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে। আমরা সে সময় অনুসারে কারাফটকে যাই। কিন্তু আমাদের বলা হয় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত সম্ভব নয়। তবে দুই-একদিনের মধ্যে তার সঙ্গে আমাদের সাক্ষাত হতে পারে। কারাকর্তৃপক্ষ আমাদের সে কথাটাই বলেছেন। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করতে না দেয়ার কারণ জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, আইজি প্রিজন সাহেব কাশিমপুরে গেছেন। সেটাই আমরা জানতে পেরেছি। খালেদা জিয়ার স্বাস্থ্য খারাপ এবং তার সঠিক চিকিৎসা হচ্ছে না অভিযোগ করে তার জীবন নিয়ে আশঙ্কাও প্রকাশ করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের সাজা মাথায় নিয়ে ৮ ফেব্রুয়ারি থেকে নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দী জীবন কাটাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এরপর বিভিন্ন সময় খালেদা জিয়ার পরিবারের সদস্য, দলের নেতা, ব্যক্তিগত চিকিৎসক ও আইনজীবীরা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেন। খালেদা কারাগারে যাওয়ার পর বেশ ক’বার তার বোন সেলিনা ইসলাম, ছোট ভাই শামীম এস্কান্দর, স্ত্রী কানিজ ফাতিমাসহ পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করেছেন। ৬ এপ্রিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছিলেন। এর পরদিনই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেয়া হয় খালেদা জিয়াকে। তবে কারাবন্দী হওয়ার পর থেকেই খালেদা জিয়া সঠিক চিকিৎসা পাচ্ছেন না বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়। এ ছাড়া খালেদা জিয়ার পছন্দের চিকিৎসকদের দিয়ে চিকিৎসা করানোর দবিও জানায় বিএনপি। বিএনপির উদ্বেগের মধ্যে সরকার পরে খালেদা জিয়ার চিকিৎসায় একটি মেডিক্যাল বোর্ড গঠন করে। চার সদস্যের এই বোর্ডের সদস্যরা স্বাস্থ্য পরীক্ষা করেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন খালেদা জিয়ার পছন্দের চিকিৎসকরাই তাকে দেখেছেন। তার শারীরিক অবস্থা গুরুতর নয়। সম্প্রতি রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে খালেদা জিয়াকে চিকিৎসা নেয়ার সুযোগ নেয়ার দাবি জানানো হয় বিএনপির পক্ষ থেকে। এ পরিস্থিতিতে বুধবার কারাগারে গিয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত দুই চিকিৎসক দেখা করেছেন। এর আগে ৭ মার্চ মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির স্থায়ী কমিটির ৭ নেতা খালেদা জিয়ার সঙ্গে কারাগারে দেখা করার সুযোগ পেয়েছিলেন। ওইদিন মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, আবদুল মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী। তবে ২৯ মার্চ খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাতের কথা থাকলেও থালেদা জিয়ার অসুস্থতার কারণে তা স্থগিত হয়ে যায়। বৃহস্পতিবার খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে গিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান।
×