ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আমিন জুয়েলার্সে চুরির ঘটনায় রিমাণ্ডে ৪ জন

প্রকাশিত: ০৮:৩৫, ২০ এপ্রিল ২০১৮

 আমিন জুয়েলার্সে চুরির ঘটনায় রিমাণ্ডে ৪ জন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গুলশান-২ এর ডিসিসি মার্কেটে আমিন জুয়েলার্সের শোরুমের ছাদ কেটে সোনা ও টাকা চুরির মামলায় গ্রেফতারকৃত চারজনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গ্রেফতাররা হচ্ছে আমিন জুয়েলার্সের নিরাপত্তাকর্মী মোঃ আব্দুস সোবহান মোল্লা, তার স্ত্রী আলেয়া বেগম, বেল্লাল ও হাফেজ মোঃ মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আমিনুল হক তাদের রিমান্ড মঞ্জুর করেন। আসামিদের মধ্যে আব্দুস সোবহান ও বেল্লালের তিনদিন করে এবং অপর দু’জনের একদিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত।
×