ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সংস্কার কমিটির রিপোর্ট পেলেই সিটি নির্বাচনের বিধিমালা সংশোধন

প্রকাশিত: ০৮:৩৮, ২০ এপ্রিল ২০১৮

সংস্কার কমিটির রিপোর্ট পেলেই সিটি নির্বাচনের  বিধিমালা সংশোধন

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচন কমিশনের আইন বিধিমালা সংস্কার কমিটির রিপোর্ট পেলেই সিটি কর্পোরেশন নির্বাচনের আচরণ বিধিমালা সংশোধন করা হবে। বিধিমালায় নতুন করে জাতীয় সংসদ সদস্যদের নির্বাচনী প্রচারে অংশ নেয়ার সুযোগ রাখার বিষয়টি ইতিবাচক হিসেবে ভাবা হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশনের এক বৈঠকে বিধিমালা সংশোধনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, বিধিমালায় সংসদ সদস্যদের নির্বাচনী প্রচারে অংশ নেয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। বিধিমালা সংশোধনের জন্য কমিশনার কবিতা খানমের নেতৃত্বে আইন ও বিধিমালা সংস্কার কমিটি রয়েছে। এই কমিটির রিপোর্ট পাওয়ার পরই ইসি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে সিটি কর্পোরেশন নির্বাচনে সংশোধিত বিধিমালা আগামী ১৫ মে অনুষ্ঠেয় গাজীপুর এবং খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ব্যবহার করা হবে কিনা তা নিয়ে এখনও কোন আলোচনা হয়নি। এছাড়া সংশ্লিষ্ট এলাকার এমপিরা নির্বাচনী প্রচারে অংশ নেবে না কি অন্য এলাকায় এমপিরা এতে অংশ নিতে পারবেন সে বিষয়েও এখনও কোন সিদ্ধান্ত হয়নি বলেও উল্লেখ করেন। এর আগে বৃহস্পতিবার বিকেলে সিটি কর্পোরেশন নির্বাচন বিধিমালা সংশোধনের জন্য কমিশনের বৈঠক আহ্বান করা হয়। বৈঠক শেষে ইসি সচিব সাংবাদিকদের বলেন, সিটি করপোরেশন একটা বড় এলাকা। পৌরসভা, ইউপি ছোট এলাকা। সংসদ সদস্যরা সিটি এলাকায় বসবাস করেন। যাওয়া আসা করেন। স্বাভাবিকভাবে নির্বাচনের তফসিল হলে তাদের যাওয়া আসাটা অনেকটা বন্ধ হয়ে যায়। আইনে বলা আছে শুধু ভোটের দিন ভোট দিতে পারবেন। অন্য সময় যেতে পারবেন না। যার ফলে নিজের এলাকার বাইরে থাকতে হয়। সেদিক বিবেচনা করে আলোচনাটা হয়েছে। তফসিল ঘোষণার পর এ উদ্যোগ কেন এমন প্রশ্নে জবাবে বলেন, আচরণ বিধি মাঝেমধ্যে আপডেট করতে হয়। আগে দলীয় প্রতীকে নির্বাচন হতো না। এখন হচ্ছে। তখন এক ধরনের প্রেক্ষাপট, এখন আরেক ধরনের প্রেক্ষাপট। স্বাভাবিকভাবে এমপিরা এলাকায় যেতে পারেন না। এটা আপডেট করার জন্য আলোচনা হয়েছে। আওয়ামী লীগের চাপে এ উদ্যোগ কি না এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, চাপে না। যে কোন রাজনৈতিক দল নির্বাচন কমিশনের অংশীজন। তাদের নিয়ে কাজ করতে হয়। তাদের পরামর্শ নিয়ে আলাপ আলোচনা করে তাদের সুবিধা অসুবিধাগুলো আমরা বিবেচনা করি। আবেদন নিবেদন করলে ইসি বিষয়গুলো বিবেচনা করে। সংশোধিত বিধিমালা ১৫ মে নির্বাচনে ব্যবহার করা হবে কি না তা নিয়ে আলোচনা হয়নি। এটা প্রস্তাব বিবেচনা করা হচ্ছে, আসন্ন নির্বাচনে বাস্তবায়ন হতেও পারে না-ও হতে পারে। গাজীপুরের এসপির বিষয়ে বিএনপির দাবির বিষয়ে সচিব বলেন, বিএনপির অভিযোগ ঢালাও। তারা সুনির্দিষ্ট অভিযোগ না দিলে একজন কর্মকর্তাকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়া যায় না।
×