ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নারীসহ গ্রেফতার ২

গেন্ডারিয়ায় ইয়াবা বিক্রেতার গুলিতে ৩ পুলিশ আহত

প্রকাশিত: ০৮:৪০, ২০ এপ্রিল ২০১৮

 গেন্ডারিয়ায় ইয়াবা  বিক্রেতার গুলিতে  ৩ পুলিশ  আহত

স্টাফ রিপোর্টার ॥ পুরান ঢাকার গেন্ডারিয়ার শেলটেক এলাকায় ইয়াবা বিক্রেতাদের গুলিতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এরা হচ্ছেন এএসআই মোশাররফ, এএসআই মহসিন ও কনস্টেবল বশির। একজনের হাতে, একজনের উরুতে ও আরেকজনের পায়ে গুলি লেগেছে। এ সময় এক নারীসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে গুলি করতে করতে একজন পালিয়ে গেছে বলে গেণ্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম জানান। তিনি বলেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে আজগর আলী হাসপাতাল সংলগ্ন ঘুন্টিঘর শেলটেক বিল্ডিংয়ের পাশে সাধনার গলিতে এই গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে বিপুলসংখ্যক ইয়াবা উদ্ধার করা হয়েছে। তিনি জানান, আমাদের কাছে তথ্য ছিল সোনিয়া নামক এক ইয়াবা বিক্রেতার কাছে বড় একটি চালান আসছে। এই তথ্যের ভিত্তিতে সেখানে দুই এএসআই, দুই কনস্টেবল নিয়ে মোটরসাইকেলে ঘটনাস্থলে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। এতে জুয়েল (১৯) নামে এক মাদক বিক্রেতা পায়ে গুলিবিদ্ধ হয়। সোনিয়া (২৭) নামে ওই নারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে বিপুলসংখ্যক ইয়াবা উদ্ধার করা হয়। তবে ঘটনার হোতা ইয়াবা বিক্রেতা গুলি করতে করতে পালিয়ে যায়। সেখান থেকে পুলিশের ওয়ারি জোনের এসি মোঃ শামসুজ্জামান জানান, আহত পুলিশ সদস্যদের স্থানীয় আজগর আলী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তারা আশঙ্কামুক্ত। পুলিশকে লক্ষ্য করে যে মাদক বিক্রেতা গুলি করছে সে অস্ত্রসহ পালিয়ে গেছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।
×