ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মিয়ানমারের বিরুদ্ধে আরও কঠোর কর্মসূচী দেবে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৮:৪০, ২০ এপ্রিল ২০১৮

  মিয়ানমারের বিরুদ্ধে আরও কঠোর কর্মসূচী দেবে যুক্তরাষ্ট্র

কূটনৈতিক রিপোর্টার ॥ রোহিঙ্গা সঙ্কটের পরিপ্রেক্ষিতে মিয়ানমারের বিরুদ্ধে আরও কঠোর কর্মসূচী দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া যুক্তরাষ্ট্র মনে করে মিয়ানমার সেনাবাহিনী পরিকল্পিতভাবেই রোহিঙ্গাদের ওপর ভয়াবহ হামলা চালিয়েছে। বৃহস্পতিবার রাজধানীর আমেরিকান সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত স্যাম ব্রাউনব্যাক এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। সংবাদ সম্মেলনে স্যাম ব্রাউনব্যাক বলেন, বিশ্বে অন্য যে কোন সমস্যার থেকে রোহিঙ্গা সঙ্কট কম ভয়াবহ না। এটা রীতিমতো জাতিগত নিধন। এজন্যই মার্কিন যুক্তরাষ্ট্র মিয়ানমারের ওপর কয়েকটি বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে। আরও কী কী নিষেধাজ্ঞা দেয়া যায় সেটাও চিন্তা করছি। দেশটির ওপর আরও কঠোর কর্মসূচী দেয়া হবে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ এই দূত বলেন, রাখাইন থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে মার্কিন সরকার। দেশে ফিরে গিয়ে রোহিঙ্গারা যাতে পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারেন সেই দিকেও খেয়াল রাখছে ট্রাম্প সরকার। বুধবার কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন স্যাম ব্রাউনব্যাক। রোহিঙ্গাদের রাখাইনে ফেরানোর লক্ষ্যে মিয়ানমার সরকারকে নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে। লুণ্ঠিত বাড়ি-ঘর, ধন-সম্পদ ফিরিয়ে দিতে হবে। ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। এসব সুবিধা দেয়া হলে রোহিঙ্গারা সদিচ্ছায় মিয়ানমারে ফিরে যাবে বলেও মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিশেষ দূত। ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে, স্যাম ব্রাউনব্যাক গত ১৩-২০ এপ্রিল তুরস্ক এবং বাংলাদেশ সফর করছেন। তিনি তুরস্ক থেকে গত বুধবার বাংলাদেশে এসেছেন। বাংলাদেশ সফরকালে সরকারী কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দদের সঙ্গে ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করেন। ঢাকা এসে গত বুধবারই তিনি কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনও করেন। বাংলাদেশ সফর শেষে আজ শুক্রবার ব্রাউনব্যাক ঢাকা ত্যাগ করবেন। মার্কিন পররাষ্ট্র দফতর সারাবিশ্বের ধর্মীয় স্বাধীনতা, সংখ্যালঘুদের ওপর হামলার বিষয় দৃষ্টি রাখে। প্রতি বছরই বিশ্বের দেশগুলোতে ধর্মীয় স্বাধীনতা এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে নিজস্ব প্রতিবেদনও প্রকাশ করে দেশটি। সে কারণে দেশটির ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ সফর করে থাকেন। এরই অংশ হিসেবে বাংলাদেশ সফর করছেন স্যাম ব্রাউনব্যাক। উল্লেখ্য, চলতি বছরের পহেলা ফেব্রুয়ারি মার্কিন কর্তৃপক্ষ স্যাম ব্রাউনব্যাককে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক দূত হিসেবে নিয়োগ দেয়।
×