ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দক্ষিণ আফ্রিকায় ব্যাপক বিক্ষোভ

প্রকাশিত: ১৮:০২, ২০ এপ্রিল ২০১৮

দক্ষিণ আফ্রিকায় ব্যাপক বিক্ষোভ

অনলাইন ডেস্ক ॥ দক্ষিণ আফ্রিকায় কর্মসংস্থান, আবাসন ও দুর্নীতি অবসানের দাবিতে ব্যাপক বিক্ষোভ চলছে। পরিস্থিতি মোকাবেলায় লন্ডনে কমনওয়েলথ সম্মেলন শেষ না করেই দেশে ফিরে গেছেন প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিবিসি জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশে বুধবার প্রাদেশিক প্রধানমন্ত্রী সুপ্রা মাহুমাপেলোর পদত্যাগ দাবিতে বিক্ষোভ হয়েছে। এসময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। দোকানপাট লুট হয়েছে এবং সড়ক অবরোধ ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে। গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের সময় পুলিশ ৯ বিক্ষোভকারীকে আটক করেছে। প্রেসিডেন্ট সিরিল রামাফোসার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সদস্য হচ্ছেন সুপ্রা মাহুমাপেলো। পরিস্থিতি সামাল দিতে শুক্রবার প্রাদেশিক রাজধানী মাহিকেংয়ে এএনসি নেতাদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে রামাফোসার। ইতিমধ্যে রামাফোসা বিক্ষোভকারীদের ধৈর্য্য ধরার ও পুলিশকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন। দক্ষিণ আফ্রিকা সরকারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘নর্থ ওয়েস্ট প্রদেশের পরিস্থিতির প্রতি মনোযোগ দিতে প্রেসিডেন্ট তার কমনওয়েলথের রাষ্ট্রপ্রধানদের সম্মেলনে যোগ দেওয়া উপলক্ষে লন্ডনে তার সফরসূচি কাঁটছাঁট করার সিদ্ধান্ত নিয়েছেন।’
×