ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিচার কাজ দ্রুত নিষ্পত্তি করতে কক্সবাজারে ৩টি ট্রাইব্যুনাল গঠন

প্রকাশিত: ২৩:৪৮, ২০ এপ্রিল ২০১৮

বিচার কাজ দ্রুত নিষ্পত্তি করতে কক্সবাজারে ৩টি ট্রাইব্যুনাল গঠন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দুই বছর ধরে বিচার প্রাপ্তিরা ভোগান্তিতে ছিলেন। আইন মন্ত্রণালয়ের হস্তক্ষেপে কক্সবাজার জেলাবাসীর ওই ভোগান্তি আর থাকছেনা। প্রায় ৫বছর ধরে সাড়ে ছয় হাজারটি মামলার বিচার কার্যক্রম চলে ওই আদালতে। জেলার ৮টি উপজেলার হাজার হাজার বিচারের ফাইল একজন বিচারকের পক্ষে বিচার কার্যক্রম পরিচালনা করা মোটেও সম্ভব ছিলনা। জেলাবাসির আবেদনের প্রেক্ষিতে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে ভেঙ্গে এলাকা ভিত্তিক ৮ উপজেলা মিলিয়ে ৩টি পৃথক ট্রাইব্যুনাল গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। পৃথক ৩টি ট্রাইব্যুনাল গঠন করে ৩ জন বিচারক নিয়োগ দেয়ায় বিচার কাজ দ্রুত এগিয়ে যাবে বলে আশা করছেন অভিজ্ঞজনরা। বর্তমানে আর মামলার জটলা থাকবেনা এবং ন্যায় বিচার পাবে বলে আশা করছেন জেলার ৮টি উপজেলার ভূক্তভোগীরা। সূত্রে জানা গেছে, কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে ভেঙ্গে গঠনকরা ৩টি ট্রাইব্যুনাল হচ্ছে, কক্সবাজার সদর ও চকরিয়া এ দুই উপজেলা মিলে ট্রাইব্যুাল-১, মহেশখালী, কুতুবদিয়া ও রামু এই তিন উপজেলার জন্য ট্রাইব্যুনাল-২ এবং টেকনাফ, উখিয়া ও পেকুয়া এ তিন উপজেলার জন্য ট্রাইব্যুনাল-৩। নব গঠিত ৩ ট্রাইব্যুনালে দায়িত্ব প্রাপ্ত বিচারকগণ হচ্ছেন, ট্রাইব্যুনাল-১ (কক্সবাজার সদর ও চকরিয়া) বরগুণার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এমএইচএম মাহমদুদুর রহমান। ট্রাইব্যুনাল-২ (রামু, মহেশখালী ও কুতুবদিয়া) নোয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেবুন্নাহার আয়েশা। ট্রাইব্যুনাল-৩ (উখিয়া, টেকনাফ ও পেকুয়ার) বিচারক হিসেবে দায়িত্ব প্রাপ্ত হয়েছেন নোয়াখালীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্টেট মো: নুর ইসলাম।
×