ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে সেচ প্রকল্পের ক্যানেল সংস্কারে অনিয়ম

প্রকাশিত: ০০:১২, ২০ এপ্রিল ২০১৮

ঠাকুরগাঁওয়ে সেচ প্রকল্পের ক্যানেল সংস্কারে অনিয়ম

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ সদর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের বুড়িবাঁধ সেচ প্রকল্পের ক্যানেল সংস্কার ও ব্রিকস ব্লক নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকল্পের পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু সুফিয়ানের লিখিত অভিযোগে জানা যায়, একটি ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ১২ লাখ টাকা ব্যয়ে চলতি বছর পানি উন্নয়ন বোর্ডের বুড়িবাঁধ সেচ প্রকল্পের ক্যানেলের আউটলেট সংস্কার ও ব্রিকস ব্লক নির্মাণ কাজ শুরু হয়েছে। কিন্তু দরপত্র মোতাবেক ঠিকাদার প্রতিষ্ঠানটি কাজ করছে না। নিম্ন মানের ইট-বালু ও সিমেন্টের পরিমাণ কম দিয়ে ব্লক তৈরি করছে। এছাড়া যেনতেন ভাবে ক্যানেল সংস্কার কাজ করা হচ্ছে। নিুমানের কাজের কারণে বছর না ঘুরতে প্রতিবছর বাঁধের সংস্কার করা হচ্ছে। এতে সরকারের লাখ লাখ টাকা তছরুপ হচ্ছে। অন্যদিকে বাঁধের ক্যানেল ভেঙে পড়ায় প্রকল্পের সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার কৃষক। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সেচ প্রকল্প এলাকার দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী খলিলুর রহমান বলেন তিনি এ অভিযোগ পেয়েছেন। সঠিকভাবে কাজ সম্পন্ন করতে ঠিকাদারকে বলা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।
×