ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বৈশাখী মেলায় মুগ্ধ হচ্ছেন নগরবাসী

প্রকাশিত: ০৬:৪১, ২১ এপ্রিল ২০১৮

বৈশাখী মেলায় মুগ্ধ হচ্ছেন নগরবাসী

স্টাফ রিপোর্টার ॥ বাংলা একাডেমিতে বিসিকের উদ্যোগে আয়োজিত বৈশাখী মেলায় মুগ্ধ হচ্ছেন নগরবাসী। তারা বলছেন, নিজেদের শৈশবের স্মৃতিচারণের পাশাপাশি ছোটদের বাংলার লোকজ শিল্পের সঙ্গে পরিচয়ের সুযোগ মিলছে মেলায়। অংশ নেয়া উদ্যোক্তারা বলছেন, পর্যাপ্ত প্রচারণা হলে মেলায় ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা আরও বাড়তো। গাছতলায় সাজানো কারুপণ্যের দোকানে বসে দোকানি নিজেই বাঁশিতে লোকগানের সুর তুলেছেন। মুগ্ধ হয়ে তা শুনছেন দর্শনার্থীরা। গ্রামীণ মেলায় এমন দৃশ্য চিরচেনা হলেও, শহরে তা বিরল। তাই বিসিক ও বাংলা একাডেমির যৌথ আয়োজনে বৈশাখী মেলা হয়ে উঠেছে যেন এক টুকরো গ্রাম্যমেলা। যেখানে বাঁশ, কাঠ, মাটির হরেক রকম লোকজ শিল্পের পণ্য তো মিলছেই। পাওয়া যাচ্ছে, তালপাতা ও নক্সী কাপড়ের পাখা, শখের মাটির হাড়ি থেকে শুরু করে শীতলপাটিসহ আবহমান বাংলার সৌখিন পণ্য। ক্রেতাদের আলাদা করে নজর কেড়েছে ফুলশলার কাজ। মেলা প্রাঙ্গণে বসেই কারুশিল্পীরা তৈরি করছেন ফুল, পাখি, শোপিস। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ২শ’টি স্টল অংশ নিচ্ছে মেলায়। খোলা জায়গায় অস্থায়ী শেডে ঝড় বৃষ্টির বিড়ম্বনায় পড়তে হচ্ছে বলে জানান অংশগ্রহণকারীরা। ১০ দিনব্যাপী আয়োজিত মেলা চলবে ২৩ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
×