ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৫ বছরে আশানুরূপ উন্নয়ন দেখতে পায়নি গাজীপুরবাসী

প্রকাশিত: ০৬:৪২, ২১ এপ্রিল ২০১৮

৫ বছরে আশানুরূপ উন্নয়ন দেখতে পায়নি গাজীপুরবাসী

স্টাফ রিপোর্টার ॥ সিটি কর্পোরেশন গঠনের ৫ বছরে আশানুরূপ উন্নয়ন দেখতে পাননি গাজীপুরবাসী। বিভিন্ন এলাকার রাস্তাঘাটের বেহাল দশায় দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের। কর্তৃপক্ষ বলছে, পর্যায়ক্রমে সংস্কার ও উন্নয়ন কাজ হবে নগরীর সব রাস্তায়। ২০১৩ সালের ১৬ জানুয়ারি ৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে যাত্রা শুরু করে গাজীপুর সিটি কর্পোরেশন। ৩২৯ দশমিক ৫৩ বর্গকিলোমিটার এবং ৫৭টি ওয়ার্ড নিয়ে ইতোমধ্যে এটি পরিণত হয়েছে দেশের বৃহত্তম সিটি কর্পোরেশনে। নগরবাসীর অভিযোগ, সিটি কর্পোরেশন হওয়ার পর থেকে তাদের কোন নাগরিক সুযোগ- সুবিধা বাড়েনি। হয়নি রাস্তাঘাটের উন্নয়ন। ভাঙ্গা ও জরাজীর্ণ রাস্তায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন বিভিন্ন এলাকার হাজার হাজার বাসিন্দা। ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, আমরা ট্যাক্স দিচ্ছি। তবুও আমাদের হয়রানি কেন? ভোটের আগে সবাই প্রতিশ্রুতি দিয়ে আসে পরে তাদের খবরও থাকে না। আসলে নগরপিতা নির্বাচনের সময় এসে যায়, কিন্তু ভাঙ্গা রাস্তা ভাঙ্গাই থাকে। গাজীপুরে আছে বহু পোশাক কারখানাসহ বড় বড় শিল্প প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের কর্মীরা জানালেন, নিয়মিত ট্যাক্স দিলেও সেবার মান সন্তোষজনক নয়। জনদুর্ভোগের কথা স্বীকার করে বৃষ্টি ও আমলাতান্ত্রিক জটিলতাকে এজন্য দায়ী করে গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর হান্নান মিয়া হান্নু জানান, জনগণের একটু কষ্ট হচ্ছে, আল্লাহ চায় এই নির্বাচনের আগেই সব ঠিক হয়ে যাবে। গাজীপুর সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আকবর হোসেন বলেন, নগরীর বেশিরভাগ এলাকাতেই রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। তবে কিছু জায়গা এখনও বাকি রয়েছে। যেহেতু এটি অনেক বড় এলাকা তাই এক সঙ্গে সব শেষ করা যায়নি। আমরা পর্যায়ক্রমে এই রাস্তার কাজ শেষ করব। রাস্তাঘাটের এসব দুর্ভোগ লাঘবে যোগ্য নগরপিতা চান গাজীপুরবাসী। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে গেল ৩১ মার্চ। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ১২ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ছিল ১৫-১৬ এপ্রিল, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৩ এপ্রিল এবং ১৫ মে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
×