ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঢাকা দক্ষিণের ৪৯ শতাংশ মিনি ডাস্টবিন নষ্ট

প্রকাশিত: ০৬:৪৩, ২১ এপ্রিল ২০১৮

ঢাকা দক্ষিণের ৪৯ শতাংশ মিনি ডাস্টবিন নষ্ট

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ‘পরিচ্ছন্ন বছর’ আর উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ‘সবুজ নগরী’ গড়ে তোলার অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন জায়গায় বসানো হয়েছিল মিনিডাস্টবিন। কিন্তু এসব ডাস্টবিনের প্রায় অর্ধেকই এখন উধাও, চুরি বা নষ্ট হয়ে গেছে। বাকি যেগুলো এখনও টিকে আছে যথাযথ তদারকি না থাকায় এবং নিয়মিত আবর্জনা অপসারণ না করার ফলে সেসব বিনও অব্যবস্থাপনায় ভুগছে। ডিএসসিসি এলাকায় প্রায় ৫ হাজার ৭০০ মিনিডাস্টবিন বসানো হয়েছিল। এক হিসেবে থেকে জানা গেছে, এসব মিনিডাস্টবিনের মধ্যে ৫১ শতাংশ এখনও টিকে আছে। বাকি ২৭ শতাংশ বিন এখন মেরামতযোগ্য, আর ২২ শতাংশ বিনের কোনও হদিস নেই। অন্যদিকে উত্তর সিটির (ডিএনসিসির) বসানো মিনিডাস্টবিনের মধ্যে অনেকগুলো উধাও হয়ে গেছে। আবার ফুটপাথে থাকা এসব মিনিডাস্টবিন নিয়মিত পরিষ্কার বা রক্ষণাবেক্ষণ করা হয় না। ডিএসসিসির আওতাধীন রাজধানীর পল্টন মোড়ে থাকা মিনিডাস্টবিন নিয়ে কথা বলতে গেলে স্থানীয় দোকানি হাবিবুর রহমান বলেন, প্রথমদিকে এই এলাকার ফুটপাথে অনেক মিনিডাস্টবিন ছিল। যার অর্ধেকই এখন নেই, চুরি হয়ে গেছে। বাকি যেগুলো টিকে আছে প্রায় সময় সেগুলোতে ময়লা ভর্তি থাকে, ঠিকমতো পরিষ্কার করা হয় না। যে কারণে পথচারীরাও এসব আর ব্যবহার করে না। অন্যদিকে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন, ফুটপাথের দোকানিরাই মূলত এসব মিনিডাস্টবিন নষ্ট করেছে। ফুটপাথে দোকান বসানোর জন্য অনেক বিন ভেঙ্গে ফেলেছে বা উল্টিয়ে রেখেছে। যে কারণে পথচারী এসব ব্যবহার করতে পারছে না। এ ছাড়া এসব মিনিডাস্টবিন ভাঙারির দোকানে বিক্রির উপযোগী হওয়ায় দুর্বৃত্তরা এগুলো চুরি করে বিক্রি করেছে। সম্প্রতি এক সভায় ডিএসসিসি মেয়র সাঈদ খোকন এ বিষয়ে বলেন, আমাদের নিজের ঘর যেভাবে সবাই পরিষ্কার রাখি সেভাবে নিজের শহরকেও পরিচ্ছন্ন রাখতে হবে। শহরটাকে পরিচ্ছন্ন রাখতে মিনিডাস্টবিন বসানো হয়েছিল যার মধ্যে অনেকগুলো চুরি হয়েছে, নষ্ট হয়ে গেছে। অনেকে আবার মিনিডাস্টবিন নিয়ে ফুলের টব বানিয়েছেন। এমন যদি হয় তাহলে কীভাবে শহর পরিষ্কার রাখব? মিনিডাস্টবিনের এমন বেহাল অবস্থার বিষয়ে ঢাকা উত্তর সিটির (ডিএনসিসি) প্রধান বর্জ্য ব্যবস্থাপক কমোডর এম এ রাজ্জাক বলেন, অনেক মিনিডাস্টবিন নষ্ট হয়ে গেছে। এ ছাড়া কিছু চুরি হয়েছে। এ জন্য নতুন কোন পন্থায় ডাস্টবিন বানানো যায় কিনা তা নিয়ে কাজ চলছে।
×