ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ শেষ এ্যাগুয়েরোর!

প্রকাশিত: ০৭:০২, ২১ এপ্রিল ২০১৮

বিশ্বকাপ শেষ এ্যাগুয়েরোর!

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ-কোপা আমেরিকা-বিশ্বকাপ টানা তিন টুর্নামেন্টের ফাইনালে হার মানে আর্জেন্টিনা। রাশিয়া বিশ্বকাপটা তাদের জন্য তাই বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু বিশ্বকাপ শুরুর মাস দুয়েক আগেই দুঃসংবাদ পেল আর্জেন্টিনার ভক্ত-অনুরাগীরা। রাশিয়া বিশ্বকাপে সার্জিও এ্যাগুয়েরোর খেলা নিয়েই যে তৈরি হয়েছে সংশয়! হাঁটুর ইনজুরির কারণে গত মার্চ মাসের পুরোটা সময়ই মাঠের বাইরে ছিলেন আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড। সেখান থেকে ফিরলেও অনুশীলনের সময় আবারও পুরনো জায়গায় আঘাত পেয়ে ইনজুরিতে পড়েন তিনি। এবারের ইনজুরি একটু বড়ই, ফলে ছুরি-কাঁচির নিচে যেতেও বাধ্য হয়েছেন ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড। অস্ত্রোপচার শেষে আপাতত পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এ্যাগুয়েরো। তবে এখনও মাঠে ফিরতে দুই মাসেরও বেশি সময় লাগবে তার। অথচ বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ৫৪ দিন। এমন অবস্থায় রাশিয়া বিশ্বকাপে এ্যাগুয়েরোর খেলা নিয়ে সংশয় প্রকাশ করছেন খোদ আর্জেন্টিনা ফুটবল এ্যাসোসিয়েশনের (এএফএ) ফিজিও হোমেরো ডি আগস্টিনো। তার মতে বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হতে পারবেন না এ্যাগুয়েরো। এ প্রসঙ্গে আর্জেন্টিনার রেডিও টেনকে দেয়া এক সাক্ষাতকারে হোমেরো ডি আগস্টিনো বলেন, ‘বিশ্বকাপের প্রায় ৬০ দিন বাকি থাকতে একজন খেলোয়াড়ের হাঁটুতে আর্থ্রােসকপি (পুরনো ইনজুরির জায়গায় আবার ব্যথা পেলে এই পদ্ধতি ব্যবহার করা হয়) অস্ত্রোপচার উদ্বেগের। এতে সেরে উঠতে অন্তত পাঁচ সপ্তাহ সময় লাগবে। এ রকম ইনজুরির ক্ষেত্রে সেরে ওঠার প্রক্রিয়া দ্রুত হয় না। আরও বেশি সময় লাগতে পারে। আমার চোখে বিশ্বকাপের আগে শতভাগ ফিট হতে পারবে না এ্যাগুয়েরো। চেষ্টা করতে পারে কিন্তু এ সময়ের মধ্যে পূর্ণ ফিটনেস ফিরে পাবে বলে আমি মনে করি না।’ চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লীগ (ইপিএল) চ্যাম্পিয়ন ম্যানসিটির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০ গোল করেছেন এ্যাগুয়েরো। প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লীগের বর্ষসেরা দলেও জায়গা করে নিয়েছেন তিনি। তবে সব ছাপিয়ে ২৯ বছর বয়সী ফরোয়ার্ডের আসল লড়াই এখন বিশ্বকাপের আগে শতভাগ ফিটনেস ফিরে পাওয়া। আগামী ১৪ জুন রাশিয়ায় পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের ২১তম আসরে। এবার ‘ডি’ গ্রুপে রয়েছে আর্জেন্টিনা। এই গ্রুপে তাদের সঙ্গী আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া। ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযাত্রা শুরু করবে দু’বারের চ্যাম্পিয়নরা। এদিকে আর্জেন্টিনার জার্সিতে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেন লিওনেল মেসি আর গ্যাব্রিয়েল মারকেদো। কিন্তু ক্লাব ফুটবলের সুবাদে জাতীয় দলের সতীর্থরাই প্রতিপক্ষ বনে যান। এই যেমন বার্সিলোনার লিওনেল মেসি আর সেভিয়ার গ্যাব্রিয়েল মারকেদো। গত বছর বার্সিলোনার কাছে হেরেই কোপা দেল’রের শিরোপা হাতছাড়া হয় সেভিয়ার। বছর ঘুরে আবারও কোপা দেল’রের ফাইনাল, প্রতিপক্ষ সেই বার্সিলোনাই। প্রতিশোধের ম্যাচে জিততে মরিয়া সেভিয়াও। তবে ফাইনাল জয়ের অন্যতম প্রধান শর্ত মেসিকে আটকাতেই হবে সেভিয়ার। এটা জানেন সেভিয়ার রক্ষণভাগের প্রহরী মারকেদোও। তবে তিনি এও জানেন, মেসিকে আটকানোর চেষ্টায় ভুলেও তাকে আঘাত করা যাবে না। অন্যথায় আর্জেন্টিনাতে যাওয়ার রাস্তাই বন্ধ হয়ে যাবে বলে মনে করেন সেভিয়ার আর্জেন্টাইন এই ডিফেন্ডার। এ্যাটলেটিকো মাদ্রিদের ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়ামে মুখোমুখি হবে বার্সিলোনা এবং সেভিয়া। তার আগে মেসিকে আটকানো প্রসঙ্গে মারকেদো বলেন, ‘আমি তাকে আঘাত করতে পারব না। যদি আমি তা করি তবে আমার আর্জেন্টিনা যাওয়ার পথ বন্ধ হয়ে যাবে। মেসিকে পেছন থেকে ধরা সম্ভব নয়। আবার যদি একাএকা তার সামনে থাকা যায় তবে সে ফাঁকি দিয়ে বেরিয়ে যাবে। সে মাঠে শুধু বিপক্ষ দলকে কাঁদিয়ে গোল দিতে জানে।’ তাই বলে ছাড় দিবেন তাও কিন্তু নয়। এ নিয়ে ৩১ বছর বয়সী রক্ষণভাগের এ খেলোয়াড়ের ভাষ্য, ‘কোন সন্দেহ নেই, মেসিই বিশ্বের সেরা ফুটবলার। আমরা রক্ষণে বার্সাকে সামলানোর জন্য অনেক কাজ করছি। ফাইনালের শিরোপা জিততে চাই আমরা। এটা আমাদের থেকে ছিনিয়ে নিতে আসলে আমরা ছেড়ে কথা বলব না।’
×