ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রতিশোধের জয় চেলসির

প্রকাশিত: ০৭:০৪, ২১ এপ্রিল ২০১৮

প্রতিশোধের জয় চেলসির

স্পোর্টস রিপোর্টার ॥ ইতোমধ্যে ম্যানচেস্টার সিটির কাছে শিরোপা হাতাছাড়া হয়েছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগেও না খেলার শঙ্কা আছে। এমন সময়ে বৃহস্পতিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লীগে বার্নলিকে ২-১ গোলে হারিয়েছে চেলসি। এই জয়ে সরাসরি চ্যাম্পিয়ন্স লীগে খেলার সম্ভাবনা জিইয়ে রেখেছে ব্লুজরা। সেই সঙ্গে প্রথম লেগে হারের মধুর বদলাও নিয়েছে এ্যান্টোনিও কন্টের দল। চ্যাম্পিয়ন্স লীগে সরাসরি খেলতে হলে লীগে শীর্ষ তিনে অবস্থান করতে হবে। এরই মধ্যে ম্যানচেস্টার সিটি শিরোপা নিশ্চিত করে ফেলেছে। দুইয়ের অবস্থানও অনেকটা নিশ্চিত ম্যানচেস্টার ইউনাইটেডের। তিনে থাকার লড়াইয়ে আছে লিভারপুল, চেলসি ও টটেনহ্যাম। এবার বার্নলির মাঠে জয় তুলে নিয়ে সরাসরি চ্যাম্পিয়ন্স লীগের আশা টিকিয়ে রেখেছে ব্লুজরা। প্রিমিয়ার লীগের চলতি মৌসুমের শুরুতেই ঘরের মাঠে বার্নলির কাছে হেরে গিয়েছিল চেলসি। তাই এ ম্যাচটি ছিল অনেকটা প্রতিশোধেরও। প্রতিশোধের ম্যাচে শুরু থেকেই আক্রমণ করে খেলতে থাকে সফরকারী দলটি। এরই ধারাবাহিকতায় ম্যাচের ২০ মিনিটে আইরিশ ডিফেন্ডার কেভিন লংয়ের আত্মঘাতী গোলে এগিয়ে যায় অতিথিরা। প্রথমার্ধের বাকি সময় সহজ দুটি সুযোগ পান আলভারো মোরাতা ও কন্তে। তবে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন। বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৪ মিনিটে এ্যাশলে বার্নসের গোলে সমতায় ফেরে বার্নলি। তবে ম্যাচের ৬৯ মিনিটে নাইজিরিয়ার মিডফিল্ডার ভিক্টর মোজেজের গোলে ফের এগিয়ে যায় চেলসি। বাকি সময় আর কোন গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্লুজরা। এই জয়ে ৩৪ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে চেলসি। ৭০ পয়েন্ট নিয়ে তিনে লিভারপুল। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে টটেনহ্যাম হটস্পার।
×