ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইতালীর কাতানিয়া পৌরসভায় সোনিয়া কনসুলতা নির্বাচিত

প্রকাশিত: ১৯:৫৭, ২১ এপ্রিল ২০১৮

ইতালীর কাতানিয়া পৌরসভায় সোনিয়া  কনসুলতা নির্বাচিত

অনলাইন ডেস্ক ॥ ইতালীর সিসিলি দ্বীপের শহর কাতানিয়া। কাতানিয়া পৌরসভার কন্সুলতা কমুনালের সেক্রেটারী জেনারেল পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশী সোনিয়া নওয়াব।বিদেশীদের প্রতিনিধি হিসাবে তিনি এই পদে নির্বাচিত হন।সম্প্রতি কাতানিয়ার মেয়র তাকে শপথ পাঠ করান। এর পরই তিনি দায়িত্ব বুঝে নেন। সোনিয়া নওয়াবের শপথ পাঠ অনুষ্ঠানে কাতানিয়া পৌরসভার উর্ধবতন কর্মকর্তা ছাড়াও কাতানিয়া বাংলা কনিউনিটির মোল্লা সেলিম ,নওয়াব সৌজন্য,গোলাম মোস্তফা,মাসুদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ ২০১৪ সালে নির্বাচনে অংশগ্রহন করে ২য় অবস্থানে ছিল সোনিয়া নওয়াব। ২০০৩ সালে মা বাবার সাথে ইতালী আসেন তিনি। ২০১৬ সালে কাতানিয়া শহরের সেরা নয় নারীর মধ্যে সোনিয়া ছিল অন্যতম।সোনিয়া নওয়াব বলেন আমার এই অর্জন বাংলাদেশীদের সুনাম বয়ে আনবে। বিশ্বের যে প্রান্তেই থাকি না কেন দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করে যাবো। তার কমিউনিটি সেবায় এগিয়ে যাওয়ার পিছনে যিনি অগ্রনী ভূমিকা রাখছেন তার স্বামী নওয়াব সৌজন্য।তিনি বলেন শুধু মানুষ হিসাবে জন্মালেই হবে না মানুষের সেবায় নিয়োজিত হতে হবে। আগামী দিনে নিজেদের আরো ব্যাপক ভাবে সমাজ সেবায় নিয়োজিত হতে চাই।
×