ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রানি এলিজাবেথের পর চার্লসই হচ্ছেন কমনওয়েলথের প্রধান

প্রকাশিত: ২২:২৩, ২১ এপ্রিল ২০১৮

রানি এলিজাবেথের পর চার্লসই হচ্ছেন কমনওয়েলথের প্রধান

অনলাইন ডেস্ক ॥ রানি এলিজাবেথের পর ব্রিটিশ যুবরাজ চার্লসই হতে যাচ্ছেন ৫৩ দেশের কমনওয়েলথ জোটের প্রধান। শুক্রবার যুক্তরাজ্যে কমনওয়েলথের এক বৈঠকে সদস্য রাষ্ট্রের প্রধানরা ভবিষ্যৎ জোটপ্রধান হিসেবে চার্লসের মনোনয়ন অনুমোদন করেছেন বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। “কমনওয়েলথ ও এর জনগণের জন্য রানির অবদানকে স্মরণ করছি আমরা। জোটের পরবর্তী প্রধান হবেন প্রিন্স অব ওয়েলস চার্লস,” এক বিবৃতিতে জানান জোটভুক্ত রাষ্ট্রপ্রধানরা। রানির পর কে এ জোটের হাল ধরবেন, তা নিয়ে বেশ জল্পনা কল্পনা চলছিল। অন্যান্য আন্তর্জাতিক জোটের মত কমনওয়েলথেও নির্দিষ্ট সময় পরপর এক একটি সদস্য রাষ্ট্রকে দায়িত্ব দেওয়ারও প্রস্তাব উঠেছিল, যদিও শেষ পর্যন্ত রানি ও অন্যান্য কর্মকর্তারা ৬৯ বছর বয়সী ব্রিটিশ সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারকেই প্রধান হিসেবে মনোনীত করলেন। বিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে যাত্রা শুরু করা কমনওয়েলথের প্রধান হিসেবে প্রায় সাত দশক কাটিয়ে দিচ্ছেন রানি এলিজাবেথ। ১৯৫২ সালে ব্রিটিশ সিংহাসনে বসার পর থেকেই তিনিই এ জোটের প্রধান। চার্লসই যে রানির স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন তা আগে থেকেই ধারণা করা হচ্ছিল, যদিও কমনওয়েলথে ব্রিটিশ রাজপরিবারের প্রতিনিধিদেরই প্রধান থাকতে হবে, এমন কোনো বিধান নেই। রবিবার ৯২তম জন্মদিন পালন করতে যাওয়া এলিজাবেথও পরবর্তী কমনওয়েলথ প্রধান হিসেবে চার্লসকেই চেয়েছিলেন। বৃহস্পতিবার তার দেওয়া উদ্বোধনী বক্তৃতাতেও ছিল সেই ইঙ্গিত। চলতি সপ্তাহে লন্ডনে হওয়া কমনওয়েলথ সম্মেলনকেই রানি এলিজাবেথের উপস্থিতিতে হওয়া শেষ সম্মেলন হিসেবে বিবেচনা করা হচ্ছে। সাধারণত দুই বছর পর পর সদস্য রাষ্ট্রগুলোতে কমনওয়েলথের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। রুয়ান্ডাতে পরবর্তী শীর্ষ সম্মেলনে অংশ নিতে রানিকে দীর্ঘ বিমানযাত্রা করতে হবে। সাম্প্রতিক বছরগুলোর শারিরীক অবস্থা বিবেচনায় রানির পক্ষে ওই সম্মেলনে অংশ নেওয়া সম্ভব হবে না বলেই মনে করা হচ্ছে। কমনওয়েলথের এবারের সম্মেলনে সদস্য দেশের হাজারো প্রতিনিধি পরিবেশ, নারী অধিকার ও বাণিজ্য বিষয় নিয়ে বিতর্ক করেছেন বলে জানিয়েছে রয়টার্স। ইউরোপীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার প্রাক্কালে বাণিজ্য ও বৈশ্বিক প্রভাব অক্ষুণ্ন রাখতে যুক্তরাজ্য এই জোটকে নতুন করে চাঙা করার বিষয়টি বিবেচনা করছে বলেও ধারণা পর্যবেক্ষকদের।
×