ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সারাদেশে আন্দোলনের হুমকি

প্রকাশিত: ২৩:৩৩, ২১ এপ্রিল ২০১৮

সারাদেশে আন্দোলনের হুমকি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিক ও বাসদের নেতাকর্মীদের দ্রুত নিঃশর্ত মুক্তি দেয়া না হলে সারাদেশে আন্দোলনের হুমকি দেয়া হয়েছে। বরিশাল জেলা তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সমাবেশে বক্তারা এ হুমকি প্রদর্শন করেন। আজ শনিবার সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনের সদর রোডে অনুষ্ঠিত সমাবেশে জেলা কমিটির সভাপতি এ্যাডভোকেট একে আজাদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, সাইদুর রহমান, অধ্যাপক জলিলুর রহমান, দেওয়ান আব্দুর রশিদ নিলু, শ্রমিক ফ্রন্টের নেতা বদরুদ্দোজা সৈকত প্রমুখ। উল্লেখ্য, ব্যাটারি চালিত রিকসার উচ্ছেদ বন্ধ করা ও লাইসেন্স প্রদানের দাবীতে বৃহস্পতিবার সকালে নগরীতে মানববন্ধন শেষে ভূখা মিছিল বের করা হয়। মিছিলে পুলিশ লাঠিচার্জ করলে শ্রমিক ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই মিছিল থেকে পুলিশ বাসদ’র জেলা শাখার আহবায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুম্মন, সদস্য সচিব ও বিসিসি’র মেয়র প্রার্থী ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা শাখার অর্থ সম্পাদক নাসরিন আক্তার টুম্পা, জেলা শ্রমিক ফ্রন্টের অর্থ সম্পাদক মিঠুন চক্রবর্তী, সদস্য জাকির হোসেন ও নুর ইসলামকে আটক করে। পরবর্তীতে ওইদিন রাতে কোতোয়ালী মডেল থানার এসআই নজরুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে এ মামলাটি দায়ের করেন। ওই মামলায় আটককৃতদের গ্রেফতার দেখিয়ে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
×