ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আগে দুর্নীতি মুক্ত মানুষ খুঁজে বের করতে হবে

প্রকাশিত: ২৩:৫৩, ২১ এপ্রিল ২০১৮

আগে দুর্নীতি মুক্ত মানুষ খুঁজে বের করতে হবে

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ গ্রাম থেকে শহরে যে সকল ব্যক্তি কোন দুর্নীতি করেনি সবার আগে এমন মানুষ খুঁজে বের করতে হবে। দুর্নীতি মুক্ত ব্যক্তিদের সভা সেমিনারে উপস্থাপন করলে দুর্নীতিগ্রস্তরা দুর্নীতি মুক্ত মানুষদের দেখে অনুপ্রাণিত হবে। আজ শনিবার সকালে মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশনের ট্রেনিং সেন্টারে দুর্নীতি প্রতিরোধ জন- সচেতনতা বৃদ্ধি শীর্ষক এক সভায় বক্তরা এসব কথা বলেন। বক্তরা বলেন, তৃণমূল পর্যায়ে দুর্নীতি মুক্ত মানুষদের খুঁজে বের করে তাদের রাষ্টীয় ভাবে সম্মান প্রদর্শন করা হলে দেশের দুর্নীতি অনেকটা কমে আসবে। কারণ তাদের সম্মান প্রদর্শন দেখে বর্তমান প্রজন্ম কোন কাজেই দুর্নীতির আশ্রয় নিবে না। তারা সৎ ও বস্তুনিষ্ঠ ভাবে দেশ ও জাতির জন্য কাজ করবে। বিভিন্ন দেশের তুলনা করে বক্তরা আরো বলেন, যেসব দেশে ৯৯ ভাগ মানুষ শিক্ষিত তারা সরকারি চাকরিতে কোন প্রকার ঘুষ প্রদান করে চাকরি করেন না। ঠিক তেমনি আমাদের দৃষ্টি ভঙ্গি পরিবর্তন করে আমরা তাদের অনুসরণ করে সকল প্রকার চাকরিতে ঘুষ প্রথার এই দুর্নীতিকে পরিহার করতে পারি। সভায় অংশ নেয়া জেলার দৈনিক জনকন্ঠের জ্যৈষ্ঠ সাংবাদিক সুবল বিশ্বাস বলেন, ‘দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে হলে সবার আগে প্রয়োজন জনসচেতনতা। আর এই সচেতনতা বৃদ্ধির লক্ষে প্রয়োজন সরকারি প্রতিটি দপ্তর দুর্নীতি মুক্ত করা। এর জন্য সভা সেমিনার ছাড়াও মানুষের নীতি ও মনুষ্যত্ববোধকে জাগ্রত করতে হবে। এর ফলে দুর্নীতিকে কমিয়ে আনা সম্ভব হবে।’ বাসস’এর প্রতিনিধি মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির বলেন, ‘দুর্নীতি প্রতিরোধ কমিটিতে যাদের সদস্য করা হচ্ছে তারা বেশির ভাগই দুর্নীতিগ্রস্ত। এসব সদস্যদের বাদ দিয়ে স্বাধীন ও নিরপেক্ষ কমিটি না করা হলে দেশ থেকে দুর্নীতি কমানো সম্ভব হবে না।’ সভায় মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশনের প্রধান সমন্বয়কারী খান মো. শহীদ বলেন, ‘দুদকের প্রতি মানুষের চাহিদা অনেক। সাধারণ মানুষের আস্থার জায়গা হচ্ছে দুদক। তবে দুদকের প্রতি মানুষের সম্পূর্ণ আস্থা নেই। এই আস্থা আর্জন করতে হলে দুদককে সরকারি প্রতিটি সেক্টর থেকে দুর্নীতি প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করতে হবে।’ সাংবাদিক গোলাম মওলা আকন্দের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিগাল এইড এসোসিয়েশনের প্রধান সমন্বয়কারী খান মো. শহীদ। সভায় বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা হাওলাদার, জাস্টিস রিফর্ম এন্ড করাপশন প্রিভেনশনের ডকুমেন্টার কাম মনিটরিং অফিসার মশিউর রহমান খান, প্রোগ্রম ম্যানেজার আবু দাউদ শামীম প্রমুখ।
×