ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফুলবাড়ীয়ায় চুরি যাওয়া ইজিবাইক জামালপুরের সরিষাবাড়ীতে উদ্ধার

প্রকাশিত: ০০:০১, ২১ এপ্রিল ২০১৮

ফুলবাড়ীয়ায় চুরি যাওয়া ইজিবাইক জামালপুরের সরিষাবাড়ীতে উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ ডিবি পুলিশ পরিচয়ে ভাড়া করে ময়মনসিংহের ফুলবাড়ীয়া থেকে চুরি করা একটি ইজিবাইক আজ শনিবার দুপুরে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটার বাজার এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব। র্যাব সূত্রে জানা গেছে, ময়মনসিংহ সদরের চর ঈশ্বরদিয়া গ্রামের ইজিবাইক চালক মোয়াজ্জেম হোসেন বুধবার সকাল সাড়ে নয়টার দিকে ময়মনসিংহের শম্ভুগঞ্জে ব্রহ্মপুত্র সেতু এলাকায় যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তিনজন লোক ডিবি পুলিশ পরিচয়ে ইজিবাইটি ভাড়া করে ময়মনসিংহের ফুলবাড়ীয় এলাকায় নিয়ে যায়। তারা সেখানে ইজিবাইক চালক মোয়াজ্জেম হোসেনকে কোমল পানীয়র সাথে নেশাজাতীয় বড়ি সেবন করায়। চালক মোয়াজ্জেম হোসেন বুঝতে পেরে চিৎকার দিলে স্থানীয়রা সেখানে ছুটে যায়। ততক্ষণে ওই চক্রটির দুই সদস্য ইজিবাইটি নিয়ে পালিয়ে যায়। ওইদিনই র্যাব স্থানীয় লোকজনের সহায়তায় ওই চক্রের সদস্য মানিক মিয়াকে (৪৫) আটক করে। তিনি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার টুংকি গ্রামে। পরের দিন চালক মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে আটক মানিক মিয়াসহ তিনজনকে আসামি করে ফুলবাড়ীয়া থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনার সূত্রে ধরে র্যাব-১৪ এর জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব কুমার দেব এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার জুয়েল চাকমার নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল শনিবার বেলা দেড়টার দিকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাউসী বাজার এলাকা থেকে ইজিবাইকটি উদ্ধার করতে সক্ষম হয়। পরে ইজিবাইক চুরির মামলাটির তদন্ত কর্মকর্তা ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমানের মাধ্যমে ইজিবাইকটির মালিক মোয়াজ্জেম হোসেনের কাছে হস্তান্তর করা হয়। র্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব কুমার দেব বলেন, ইজিবাইক চোর চক্রের বাকি দুই সদস্যকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ফুলবাড়ীয়া থানা পুলিশের মাধ্যমে চালক মোয়াজ্জেম হোসেনের কাছে ইজিবাইকটি হস্তান্তর করা হয়েছে।
×