ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মিরপুরে ইয়াবাসহ নারী মাদক বিক্রেতা গ্রেফতার

প্রকাশিত: ০০:৩৪, ২১ এপ্রিল ২০১৮

মিরপুরে ইয়াবাসহ নারী মাদক বিক্রেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুরে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ১০ হাজার পিস ইয়াবা চালান আনার সময় হাতেনাতে রিপা আক্তার (২৪) নামে এক মাদক বিক্রেতাকে করেছে র‍্যাব। র‍্যাব জানায়, ইয়াবাগুলো আনুমানিক মূল্য প্রায় অর্ধকোটি টাকা। শুক্রবার বিকেলে র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোঃ শাহিনুর ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর ১০ নম্বর গোলচত্বর সামনে মা ইলেকট্রিক জোন ৬ নম্বর সেক্টরের খ ব্লকের বাউন্ডারী রোডের সামনে রাস্তায় মাদক বিক্রেতা রিপা আক্তার কুরিয়ার সার্ভিস হতে মাদক গ্রহনের জন্য অবস্থান করছিল। এ সময় কুরিয়ার সার্ভিস দোকান থেকে ইয়াবার চালান গ্রহন করার সময় রিপাকে আটক করা হয়। পরে কুরিয়ার সাভির্সের প্যাকেট খুলে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ইয়াবাগুলোর অনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। গ্রেফতারকৃত রিপা জিজ্ঞাসাবাদে জানায়, সে অতি লাভের আশায়, রাতারাতি বড়লোক হবার নেশায়, নিষিদ্ধ এ মাদক বিক্রয়ে জড়িয়ে পড়ে। সে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর অন্তরালে কখনও পানির ফিল্টারে, হরলিক্সের বোতলে, গুড়ো দুধের প্যাকেটে, কখনও সাবানের প্যাকেটে, ভেজা টিস্যুর বক্সে, চকলেটের বোতলে করে বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে কক্সবাজার, চট্টগ্রাম, টেকনাফ সীমান্ত এলাকা ইয়াবা সংগ্রহ করে রাজধানীসহ বিভিন্ন জেলার মাদক বিক্রেতাদের কাছে দীর্ঘদিন যাবত সরবরাহ করে আসছে। পরে তাকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এজন্য শুক্রবার রিমান্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত রিপার স্বামীর জাকারিয়া সিদ্দিকি। গ্রামের বাড়ি গাজীপুর জেলার জয়দেবপুর থানার তালুটিয়া পূর্বপাড়ায়। সে দারুস সালাম থানার হরিরামপুর মাদ্রাসার পাশে সপরিবারের থাকে।
×