ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নওগাঁয়ে মুক্তিযোদ্ধাদের কোটা বাতিলের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০১:১৮, ২১ এপ্রিল ২০১৮

নওগাঁয়ে মুক্তিযোদ্ধাদের কোটা বাতিলের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ সরকারী চাকুরিতে মুক্তিযোদ্ধা প্রজন্মদের কোটা বাতিলের প্রতিবাদে শনিবার বেলা ১১টায় নওগাঁয় মানববন্ধন কর্মসূচী পালন করেছে মুক্তিযোদ্ধাগন। নওগাঁর মুক্তিযোদ্ধাদের পক্ষে মুক্তিরমোড়স্থ শহীদ মিনার সংলগ্ন প্রধান সড়কে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে সভাপতিত্বে করেন মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ডের সাবেক আহবায়ক মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম আনসারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধা চলাকালীন কমান্ডার মোঃ আব্দুল মালেক এমপি। মুক্তিযোদ্ধারা এ দেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। কাজেই কোন কার্যক্রমে বা আচরণে তাদের ছোট করা যাবে না। তারা বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধাদের কোটা নির্ধারন করে গেছেন। মানববন্ধন চলাকালীন বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা এ বি এম ফারুখ, গোলাম মোস্তফা, তাইজুল ইসলাম (পোরশা), সোলায়মান আলী (রানীননগর), এনামুল হক (বদলগাছি) এবং আলহাজ্ব আলাউদ্দিন (মান্দা)।
×