ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিচ্ছিন্ন দ্বীপ মনপুরায় পাখি শিকারের সময় ৪ পর্যটক আটক

প্রকাশিত: ০১:৫১, ২১ এপ্রিল ২০১৮

বিচ্ছিন্ন দ্বীপ মনপুরায় পাখি শিকারের সময় ৪ পর্যটক আটক

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলার পর্যটন এলকায় ঘুরতে এসে পাখি শিকার করায় সময় ৪ পর্যটককে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি এয়ারগান, ১ টি ঘুঘু ও ৭টি সিগারেট ভর্তি ১৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল আজিজ ভূঁঞা পাখি শিকারের দায়ে ৩ পর্যটকের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অপরদিকে গাঁজা বহনের দায়ে এক পর্যটককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। স্থানীয় সূত্র জানিয়েছে, শনিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার আবদুল আজিজ ভুইয়ার নের্তৃত্বে বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা সুকুমার চন্দ্র শীল ও ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক অভিযান চালিয়ে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের চৌমুহনী মোড় সংলগ্ন রাস্তার উপর পাখি শিকার করা অবস্থায় ৪ পর্যটককে আটক করে। আটকৃত পর্যটকরা হলেন, আতাউল হোসেন(৩০), মোঃ মোহন খান (৩৫), ওয়াহিদ আলম (৩২) এবং বাদল(৩০)। এদের বাড়ি বরিশাল ও সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায়। মনপুরা উপজেলা নির্বাহী অফিসার আবদুল আজিজ ভূঞাঁ সাংবাদিকদের জানান, শনিবার সকালে একদল পর্যটক মনপুরায় পাখি শিকার করছেন এমন খবরে অভিযান পরিচালনা করে ৪ পর্যটককে হাজিরহাট ইউনিয়নের চৌমুহনী রাস্তার উপর থেকে পাখি শিকার করা অবস্থায় আটক করা হয়।
×