ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০১:৫২, ২১ এপ্রিল ২০১৮

বাঁশখালীতে আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল এলাকা থেকে আন্তঃ জেলা ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ। গত শুক্রবার গভীর রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। গ্রেফতারকৃত ডাকাতের নাম মোহাম্মদ আলী ভেট্টা (৪৬)। সে বাঁশখালীর চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল এলাকার ছড়ার কুল গ্রামের গণি বাইশ্যার পুত্র বলে জানা যায়। থানা পুলিশ সূত্রমতে, ডাকাত মোহাম্মদ আলী ভেট্টা আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। সে বিভিন্ন এলাকায় ডাকাতি সংঘটিত করে আসছিল দীর্ঘদিন থেকে। তার বিরুদ্ধে হাটহাজারী থানায় ৩টি, রাউজান থানায় ২টি, সাতকানিয়া থানায় ২টি এবং বাঁশখালী থানায় ১টি ডাকাতি ও ১টি অস্ত্র মামলা সহ মোট ৮টিরও বেশী মামলা রয়েছে। জানা যায়, বিভিন্ন থানায় তার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় বিভিন্ন নাম ব্যবহার করে আসছিল ভেট্টা। সর্বশেষ বাঁশখালী থানা পুলিশ গভীর রাতে অভিযান পরিচালনা করে তাকে তার নিজ বাড়ী থেকে আটক করে। আটককৃত ওই ডাকাতকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে বলে জানায় থানা পুলিশ। এ ব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাহউদ্দিন হিরা বলেন, মোহাম্মদ আলী ভেট্টা একজন দুর্ধর্ষ ডাকাত। সে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে ডাকাতি সংঘটিত করে আসছিল। তাকে গ্রেফতারে দীর্ঘদিন ধরে অভিযান পরিচালনা করে আসছে থানা পুলিশ। সর্বশেষ গত শুক্রবার গভীর রাতে বাড়ীতে অবস্থান করছে সে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়।
×