ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টাঙ্গাইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশিত: ০৩:৫৫, ২১ এপ্রিল ২০১৮

টাঙ্গাইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ টাঙ্গাইলের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ে গাছ-পালা, বাড়ি-ঘর ও ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে বিভিন্নস্থানে ঘর-বাড়ি বিধ্বস্ত হয়। গাছপালা উপড়ে যানবাহন ও বাড়িঘরের উপর পড়ে। এ সময় ঝড়ের সাথে ব্যাপক বজ্রপাত হয়। বজ্রপাতে টাঙ্গাইলের চরপাকুল্লায় জুলু মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। শনিবার (২১ এপ্রিল) পৌনে ২টা থেকে আড়াইটা পর্যন্ত ঝড় অব্যাহত থাকে। জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের চরপাকুল্লা গ্রামে বজ্রপাতে জুলু মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সে ঐ গ্রামের ইয়ার মন্ডলের ছেলে। তার স্ত্রীসহ এক ছেলে ও ২টি কন্যা সন্তান রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সে একজন কৃষক, প্রতিদিনের মত জুলু মিয়া শনিবার (২১ এপ্রিল) তার বাড়ির পাশে জমিতে কাজ করতে গেলে প্রচন্ড ঝড়, বৃষ্টিপাত শুরু হয়। এক পর্যায়ে তার উপর বজ্রপাত হলে সে গুরুতর অসুস্থ্য হয়ে পরে। খবর পেয়ে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মৃত্যুবরন করে। তার পরিবারের সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মাগরিবের নামাজের পর পাকুল্লা পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। এ ব্যাপারে টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ঘটনাটি জানতে পেরেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্থানীয় এবং ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার (২১ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হয়। ঝড়ের সাথে সাথে ব্যাপক বজ্রপাতও হয়। এ সময় টাঙ্গাইলের করটিয়া এলাকায় প্রাইভেটকারের উপর একটি গাছ ভেঙে পড়ে। এতে ভিতরে থাকা দুইজন আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে প্রাইভেটকারের ভিতর আটকা পড়া ২ জনকে উদ্ধার করে। এছাড়া বিভিন্ন সড়কে গাছ ভেঙে পড়ে থাকে। এছাড়া বেশ কয়েকটি বাড়ি-ঘর এবং ফসলের ক্ষয়ক্ষতি হয়। এদিকে বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটিতে এবং গ্যাসের লাইনে আগুন লাগে। এ ব্যাপারে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ফায়ারম্যান শরিফুল ইসলাম বলেন, ঝড়ে করটিয়ায় একটি প্রাইভেটকার উপর একটি গাছ ভেঙে পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে প্রাইভেটকারের ভিতর আটকা পড়া লোকদেরকে উদ্ধার করে। এছাড়া বজ্রপাতে জেলখানা সড়কের একটি বাড়ির গ্যাস লাইনে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
×