ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রোজিনার থেঁতলে যাওয়া পা কেটে ফেলা হলো

প্রকাশিত: ০৪:৩৬, ২১ এপ্রিল ২০১৮

রোজিনার থেঁতলে যাওয়া পা কেটে ফেলা হলো

অনলাইন রিপোর্টার ॥বাস চাপায় থেঁতলে যাওয়া গৃহকর্মী রোজিনার ডান পা হাঁটুর উপরিভাগ পর্যন্ত কেটে ফেলা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি বাসস্ট্যান্ডে একটি বিআরটিসির দোতলা বাস তাকে ধাক্কা দিয়ে ফেলে পায়ের ওপর দিয়ে চলে যায়। পরে তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয় । এরপর রাতেই জরুরি ভিত্তিতে অপারেশন করে ডান পা কেটে ফেলা হয়। রোজিনার বাড়ি ময়মনসিংহের ঘোষগাঁও গ্রামে। তার বাবার নাম রসুল মিয়া ও মা রাবেয়া বেগম। শনিবার ভোরে রোজিনার পরিবারের সদস্যরা হাসপাতালে আসেন। এসময় তার বাবা রসুল মিয়া সাংবাদিকদের বলেন, ‘অভাবে পইরা ঢাকায় মেয়েটারে দিছিলাম কামে। এহন পাওডাই গেছে গা। আমার মাইয়ার কী হইব? ওর মায়েরে ফোন কইরা সব জানাইছি। খালি কান্দে অর মায়’।আট বছর যাবৎ ঢাকায় গৃহকর্মী হিসেবে রোজিনা কাজ করেন। হাসপাতালের বিছানায় শুয়ে থেকে রোজিনা জানান, তিনি তার বান্ধবীর সঙ্গে দেখা করতে মহাখালীর আমতলীতে গিয়েছিলেন। ফেরার সময় চেয়ারম্যানবাড়ির কাছে দাঁড়িয়েছিলেন। এসময় একটি বাস দাঁড়ালে সেটিতে ওঠার জন্য এগিয়ে গেলে সে বাসই তাকে ধাক্কা দিয়ে ফেলে পায়ের ওপর দিয়ে চলে যায়।
×