ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকা-কলকাতা রুট

ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সকে ফ্লাইট পরিচালনার অনুমোদন

প্রকাশিত: ০৬:৪১, ২২ এপ্রিল ২০১৮

ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সকে ফ্লাইট পরিচালনার অনুমোদন

স্টাফ রিপোর্টার ॥ ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সকে ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট পরিচালনার অনুমোদন দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বেবিচক এর ফ্লাইট সেফটি এ্যান্ড রেগুলেশন বিভাগের পরিচালক উইং কমান্ডার চৌধুরী জিয়াউল কবির স্বাক্ষরিত অনুমোদনপত্র সম্প্রতি ইন্ডিগো’র জিএসএ রেনেসাঁ এভিয়েশন সার্ভিসেস লিমিটেডকে পাঠানো হয়। অনুমোদনপত্রের শর্ত অনুযায়ী, ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে ৭টি ফ্লাইট পরিচালনা করতে পারবে এয়ারলাইন্সটি। বেবিচক সূত্রে জানা গেছে, বাংলাদেশ ফ্লাইট পরিচালনার জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে আবেদন করে। সে পরিপ্রেক্ষিতে সকল পরীক্ষা ও আনুষ্ঠানিকতা শেষে গত ৫ এপ্রিল ফ্লাইট পরিচালনার অনুমোদন দেয় বেবিচক। এয়ারলাইন্সটিকে ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে ৭টি ফ্লাইট পরিচালনার অনুমোদন দেয়া হয়েছে। এ প্রসঙ্গে ইন্ডিগো’র জিএসএ রেনেসাঁ এভিয়েশন সার্ভিসেস লিমিটেডের এক উর্ধতন কর্মকর্তা বলেন, ইন্ডিগো ইতোমধ্যে বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অনুমোদন পেয়েছে। আশা করছি আগামী মে মাস থেকেই সপ্তাহে ৭টি ফ্লাইট শুরু করা সম্ভব হবে। ইরান গেলেন নৌ প্রধান ইরানের তেহরানে অনুষ্ঠিতব্য ‘৬ষ্ঠ ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়ামে’ অংশ নিতে নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ শনিবার ইরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে বিদায় জানান। আজ ২২ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিতব্য সম্মেলনে আইওএনএস এর সদস্য রাষ্ট্রসমূহ অংশগ্রহণ করছে। সফরকালে নৌপ্রধান সম্মেলনের বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করবেন। সেখানে তিনি ইসলামিক রিপাবলিক অব ইরান নৌবাহিনীর কমান্ডার রিয়ার এডমিরাল ড. হোসেইন খানজান্দি এবং জাপান মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের সহকারী প্রধান ভাইস এডমিরাল হিরোশী ইয়ামামুরা এর সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। সফর শেষে নৌপ্রধান আগামী ২৫ এপ্রিল দেশে ফিরবেন। -আইএসপিআর
×