ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আইপিএল

ডি ভিলিয়ার্স ঝড়ে জয় পেল কোহলিরা

প্রকাশিত: ০৮:২৪, ২২ এপ্রিল ২০১৮

ডি ভিলিয়ার্স ঝড়ে জয় পেল  কোহলিরা

জনকণ্ঠ ডেস্ক ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) শনিবার রাতে দিল্লী ডেয়ারডেভিলসকে ৬ উইকেটে হারিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এবি ডি ভিলিয়ার্স ঝড়ে দুই ওভার হাতে রেখেই ৬ উইকেটের বড় জয় পায় বিরাট কোহলির দল। রিশাভ পান্ত (৪৮ বলে ৮৫) ও স্রেয়াশ আয়ারের (৩১ বলে ৫২) অসাধারণ দুটি ইনিংসের ওপর ভর করে ব্যাঙ্গালুরুর সামনে ১৭৫ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় দিল্লী ডেয়ারডেভিলস। ১৭৫ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই মনন ভোরার উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে ব্যাঙ্গালুরু। এরপর কুইন্টন ডি কক আর বিরাট কোহলি মিলে আরও ২০ রান যোগ করে বিচ্ছিন্ন হয়ে যান। ১৬ বলে ১৮ রান করে আউট হন ডি কক। এরপর ডি ভিলিয়ার্সকে নিয়ে জুটি গড়েন কোহলি। এ সময় ঝড়ট তোলেন ডি ভিলিয়ার্স। ২৬ বলে ৩০ রান করে আউট হন বিরাট কোহলি। এরপর কোরি এন্ডারসন এবং মানদ্বীপ সিংকে নিয়ে মাঝারি মানের দুটি জুটি গড়েন ডি ভিলিয়ার্স। ৩৯ বলে ৯০ রানে অপরাজিত থাকেন ডি ভিলিয়ার্স। ১০টি বাউন্ডারির সঙ্গে পাঁচটি ছক্কার মার মারেন তিনি। ১৭ রানে অপরাজিত থাকেন মানদ্বীপ সিং। দুই ওভার আর চার উইকেট হাতে থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। একটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, গ্লেন ম্যাক্সওয়েল ও রিশাভ পান্ত।
×