ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইরাকে নিখোঁজ জিহাদিদের স্ত্রী ও শিশুদের খুঁজছে রাশিয়া

প্রকাশিত: ১৭:১৯, ২২ এপ্রিল ২০১৮

ইরাকে নিখোঁজ জিহাদিদের স্ত্রী ও শিশুদের খুঁজছে রাশিয়া

অনলাইন ডেস্ক ॥ তথাকথিত জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বাহিনীতে যোগ দিতে হাজার হাজার রুশ মুসলিম পরিবার পালিয়ে ইরাকে চলে আসে। কিন্তু গতবছর খিলাফত প্রতিষ্ঠার যুদ্ধে তারা পরাজিত হলে এইসব পরিবারের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে এবার সেইসব পরিবারগুলো সম্পর্কে খবর জানতে এবং শিশুদের ফেরত নিতে চাইছে রাশিয়া। তাদের বক্তব্য, এই শিশুরা কোনো অপরাধ করেনি। যদিও ক্রেমলিন বলছে, শিশুদের এবং তাদের মায়েদের খুঁজে বের করা অত্যন্ত দুরূহ কাজ। এর মধ্যে ইরাকি কর্তৃপক্ষ বলছে, তাদের কাছে অনেক আইএস পরিবার আটক আছে কিন্তু তাদের নাম তারা প্রকাশ করবে না। তারপরও বন্দী দশা থেকে সামাজিক মাধ্যমে কারও কারও পাঠানো বার্তা, ছবি, ভিডিও নারী ও শিশুদের আটকের বিষয়ে তথ্যসূত্র হিসেবে কাজ করে। ইরাক ও সিরিয়ায় শতাধিক শিশু আর নারী ইরাকে পরাজিত আইএস যোদ্ধাদের পরিবারের সদস্য ছিল, যাদের এখন কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এইসব শিশুদের ছবি নিয়ে পোস্টার তৈরি করছে একটি গ্রুপ যারা আইএস পরিবার গুলোকে ফিরে আনার জন্য ক্যাম্পেইন চালাচ্ছে চেচনিয়ার রাজধানী গ্রোযনিতে। তারা রাশিয়ার দুহাজার নারীও শিশুর কথা বলছে যারা নিখোঁজ রয়েছে। ইরাকের কর্তৃপক্ষ আটক হওয়া কিংবা নিহত হয়েছে এমন কোনো আইএস পরিবারের নাম জানায়নি। বিবিসি।
×