ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কমনওয়েলথ সম্মেলনে ভারতের পতাকা অবমাননার বিচার দাবি

প্রকাশিত: ১৭:২১, ২২ এপ্রিল ২০১৮

কমনওয়েলথ সম্মেলনে ভারতের পতাকা অবমাননার বিচার দাবি

অনলাইন ডেস্ক ॥ কমনওয়েলথ সম্মেলনে অংশ নিতে লন্ডনের পার্লামেন্ট স্কয়ারে প্রবেশের পরই বিক্ষোভকারীদের কবলে পড়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। সেই বিক্ষোভকারীদের একাংশ ভারতীয় পতাকার অবমাননা করেছেন এমন অভিযোগ জানিয়ে ব্রিটেনের কাছে এর বিচার চেয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সম্প্রতি পার্লামেন্ট স্কয়ারে বিক্ষোভের শুরুটা হয়েছিল মোদী বিরোধী স্লোগান দিয়ে। তার পর হঠাৎই সেখান থেকে ভারত বিরোধী স্লোগান আসতে শুরু করে। ভিডিওতে দেখা যায়, কমনওয়েলথ দেশগুলির বৈঠক উপলক্ষে ঘটনাস্থলে যে ভারতীয় পতাকা টাঙানো হয়েছিলো, তা টেনে নামিয়ে ছিড়ে ফেলা হচ্ছে। এসময় বিক্ষোভকারীদের হাতে মার খান বেশ কিছু সাংবাদিকও। এ ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, পাকিস্তান বংশোদ্ভূত লর্ড আহমেদ নামে এক ব্যক্তির ডাকেই সে দিন বিক্ষোভে নেমেছিল ‘মাইনরিটিস এগেইনস্ট মোদী’ নামে এক সংগঠন। তাতে খলিস্তানি সমর্থকদের পাশাপাশি কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সমর্থকেরাও ছিলেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার না হলেও, লাগাতার তদন্ত চলবে বলে জানিয়েছে স্কটল্যান্ড ইয়ার্ড।
×