ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সৌদি রাজপ্রাসাদের কাছে 'খেলনা ড্রোন' ভূপাতিত! (ভিডিসহ)

প্রকাশিত: ১৭:২২, ২২ এপ্রিল ২০১৮

অনলাইন ডেস্ক ॥ সৌদি আরবের রাজধানী রিয়াদে রাজপ্রাসাদের কাছে একটি 'খেলনা ড্রোন' গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে জানা গেছে। এদিকে, অনলাইনে প্রকাশিত একটি ভিডিওতে ওই এলাকায় তীব্র গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সৌদি পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, শনিবার রাতে খুজামা এলাকা সংলগ্ন চেক পয়েন্টে একটি 'খেলনা ড্রোন' ভূপাতিত করেছে নিরাপত্তা বাহিনী। স্থানীয় সময় রাত ৭টা ৫০ মিনিটে এই ঘটনা ঘটে। তিনি জানান, তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের বিষয়টি জানা যায়নি। এ ঘটনায় কর্তৃপক্ষ তদন্ত শুরু করার ঘোষণা দিয়েছে। এদিকে, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ফুটেজ প্রকাশিত হয়েছে। ফুটেজে তীব্র গোলাগুলির শব্দ শোনা গেছে। ওই গোলাগুলি ৩০ সেকেন্ড স্থায়ী ছিল। কিন্তু নিরপেক্ষভাবে ওই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি। অন্যদিকে, একজন জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ওই ঘটনার সময় বাদশাহ সালমান রাজপ্রাসাদে ছিলেন না। তিনি সে সময় রিয়াদের দিরিয়ায় তার ফার্মে ছিলেন। প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে জেদ্দায় বাদশাহর রাজপ্রাসাদের বাইরে একজন বন্দুকধারী গুলিবর্ষণ করলে দুই নিরাপত্তা রক্ষী নিহত হন। পরে ওই বন্দুকধারীকে গুলি করে হত্যা করে নিরাপত্তা বাহিনী। সূত্র: আল-জাজিরা
×