ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ছেড়ে সন্নাসী

প্রকাশিত: ১৮:০৩, ২২ এপ্রিল ২০১৮

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ছেড়ে সন্নাসী

অনলাইন ডেস্ক ॥ পারিবারিক শত কোটির টাকার ব্যবসা ছেড়ে সন্ন্যাসব্রতী হয়েছেন ভারতের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়া তরুণ মোক্ষেশ শেঠ। শনিবার গান্ধীনগরে আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস জীবনে পা রাখেন তিনি। মাত্র ২৪ বয়সেই তিনি হয়ে গেলেন একজন জৈন সাধু। জানা গেছে, ভারতের বাণিজ্য নগরী মুম্বাইতে অ্যালুমিনিয়ামের বিশাল ব্যবসা রয়েছে মোক্ষেশের পরিবারের। জৈন পরিবারের সন্তান মোক্ষেশ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার পর গত দু’বছর ধরে পারিবারিক ব্যবসার দেখা শোনা করছিলেন। কিন্তু সেই ব্যবসায় তার মন টিকছিলো না। মোক্ষেশের কাকা গিরীশ শেঠ জানিয়েছেন, মোক্ষেশ এর নতুন নাম হয়েছে, ‘করুণাপ্রেমবিজয়জি’। এছাড়াও, শুক্রবার গুজরাটের সুরাটের বাসিন্দা এক কোটিপতি হিরে ব্যবসায়ীর ১২ বছর বয়সী পুত্র ভাভ্যা শাহও সব বিলাস-বৈভব ছেড়ে সন্ন্যাস জীবন বেছে নেয়ার কথা ঘোষণা করেছেন। এনডিটিভি।
×