ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঘুষ হিসেবে পিৎজা খেতে চাইলেন সাব-ইন্সপেক্টর

প্রকাশিত: ১৮:৪৩, ২২ এপ্রিল ২০১৮

ঘুষ হিসেবে পিৎজা খেতে চাইলেন সাব-ইন্সপেক্টর

অনলাইন ডেস্ক ॥ ঘুষ হিসেবে পিৎজা খেতে চেয়ে সাময়িক বরখাস্ত হলেন ভারতের এক নারী সাব ইন্সপেক্টর। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের লখনওয়ের হজরতগঞ্জ পুলিশ স্টেশনে। সূত্রের খবর, থানায় এফআইআর করাতে এসেছিলেন রোহিত নামে এক রেস্তোরাঁর মালিক। হোটেলে খেয়ে একজন বিল দেয়নি বলে অভিযোগ ছিল তার। এফআইআরের কপি দেবার বদলে তার কাছ থেকে পিৎজা খেতে চাইলেন হজরতগঞ্জ থানার নারী সাব ইন্সপেক্টর। কিন্তু সেই পিৎজার কোনো টাকা দিতে অস্বীকার করেন তিনি। পুরো ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পর টাকা দিতে চান ওই সাব ইন্সপেক্টর। তবে ততক্ষণে সমালোচনা শুরু হয়ে যায় তার আচরণের। ওই এলাকার এসএসপি হিরেন্দ্র কুমার জানিয়েছেন, ঘটনার তদন্ত করে দেখা হবে। কেন এফআইআরের বদলে ওই সাব ইন্সপেক্টর পিৎজা খেতে চাইলেন, তা খতিয়ে দেখা হবে। তবে ইতোমধ্যেই ওই সাব ইন্সপেক্টরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে৷ তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
×