ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সংযোগ সড়কের অভাবে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা ব্যাহত

প্রকাশিত: ১৯:৩৮, ২২ এপ্রিল ২০১৮

সংযোগ সড়কের অভাবে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা ব্যাহত

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ মাত্র ১’শ মিটার সংযোগ সড়কের অভাবে বেতুয়ান কমিউনিটি ক্লিনিকের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। কমিউনিটি ক্লিনিকের যাতায়াতে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটা কাচা রাস্তা দিয়ে নানা দুর্ভোগের মধ্যে রোগীদের প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বৃষ্টি মৌসুমে। বৃষ্টির সময় কাঁচা রাস্তা কাদা হওয়ায় পায়ে হেটেও যাতায়াত করা দুঃসাধ্য হয়ে পড়ে। এ অবস্থা ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান কমিউনিটি ক্লিনিকের। জানা গেছে, বেতুয়ানের জনসংখ্যা প্রায় ৫ হাজার । স্বাস্থ্যসেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে ২০০৮ সালে এ গ্রামটির নদীপাড়া সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে উত্তরচক নামক স্থানে বেতুয়ান কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হয়। সরকারি ছুটির দিন ছাড়া এ ক্লিনিকে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত রোগিদের স্বাস্থ্যসেবা দিয়ে থাকেন একজন প্রশিক্ষণপ্রাপ্ত কমিউনিটি হেলথ ক্লিনিক প্রোভাইডার। শিশু ও মায়ের স্বাস্থ্যসেবা, টিকাদান, পরিবার পরিকল্পনাসহ সাধারণ রোগের চিকিৎসায় ক্লিনিকটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এখানে প্রতিদিন গড়ে ৬০ থেকে ৭০ জন রোগি স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন। সপ্তাহের নির্ধারিত দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মেডিকেল অফিসার উন্নত স্বাস্থ্যসেবা দিতে আসেন এ ক্লিনিকটিতে। রোগিদের সরবরাহ করা হয় ৩০ রকমের সরকারি ওষুধ । শুধু এ গ্রামের মানুষই নয় এখান থেকে নিয়মিত স্বাস্থ্যসেবা নিয়ে থাকেন আশপাশের এলাকার অনেক মানুষ । অথচ এ ক্লিনিকটিতে প্রবেশ করার মতো নেই কোন সংযোগ সড়ক । বাঁশের ঘেরা একটি সরু মাটির পথ দিয়ে প্রতিদিন রোগিদের কমিউনিটি ক্লিনিকে আসা যাওয়া করতে হয়। রাস্তাটি এতই সরু যে রিক্সা-ভ্যান নিয়েও যাতায়াত করা যায় না। অনেক সময় রোগিদের কোলে করে বা ধরাধরি করে এ ক্লিনিকে নিয়ে আসতে হয়। বৃষ্টি মৌসুমে সবচেয়ে বেশি দুর্ভোগ সহ্য করতে হয়। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কাদা হওয়ায় রোগিদের যাতায়াত দুঃসাধ্য হয়ে পড়ে। এ ছাড়াও বর্ষাকালে ক্লিনিকটিতে পানি প্রবেশ করায় ব্যাহত হয় ক্লিনিকের চিকিৎসাসেবা। ক্লিনিকটির সিএইচসিপি ফরিদুল ইসলাম জানান, সড়ক না থাকায় রোগিদের যাতায়াতে চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এলাকাবাসি কমিউনিটি ক্লিনিকে যাতায়াতকারি রাস্তাটি অবিলম্বে চওড়া ও পাকা করার দাবি জানিয়েছেন।
×