ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

প্রকাশিত: ২৩:১১, ২২ এপ্রিল ২০১৮

ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ সারাদেশে সংঘটিত ধর্ষণ ও নারী নির্যাতনের বিভিন্ন ঘটনার প্রতিবাদে আজ রবিবার জেলা সদরে মানববন্ধন হয়েছে। উন্নয়ন সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহযোগিতায় জেলা নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম এ মানববন্ধনের আয়োজন করে। শহরের মোক্তারপাড়া সড়কে সকাল সাড়ে ১০টা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেনঃ স্বাবলম্বীর নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি হায়দার জাহান চৌধুরী, উদীচীর জেলা সংসদের সভাপতি মোজাম্মেল হক বাচ্চু, বাংলাদেশ মহিলা পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক তাহেজা বেগম, নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সভাপতি এ্যাডভোকেট দিলুয়ারা বেগম, সাধারণ সম্পাদক এটিএম এ রাজ্জাক, স্বাবলম্বীর প্রকল্প ব্যবস্থাপক কোহিনূর বেগম ও মানবাধিকার কর্মী আব্দুল হাই প্রমুখ।
×