ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ(প্রসীত) গ্রুপের নিহত ১

প্রকাশিত: ২৩:৩৯, ২২ এপ্রিল ২০১৮

পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ(প্রসীত) গ্রুপের নিহত ১

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ(প্রসীত) গ্রুপের সংগঠক খিয়াং ত্রিপুরা (৪০) নিহত ও অনন্ত ত্রিপুরা (২৯) নামে অপর এক কর্মী আহত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে পানছড়ি উপজেলার মরাটিলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় আহত অনন্ত ত্রিপুরাকে উদ্বার করে হাসপাতালে পাঠালেও নিহতের বিষয়টি নিশ্চিত করেনি। ইউপিডিএফ(প্রসীত) গ্রুপের খাগড়াছড়ি জেলা সংগঠক মাইকেল চাকমার অভিযোগ, ইউপিডিএফ’র পানছড়ি উপজেলার শাখার সংগঠক সুনিল বিকাশ ত্রিপুরা কয়েকজন সহকর্মীকে নিয়ে মরাটিলা এলাকায় দোকানে বসে ছিল। এ সময় জেএসএস(এমএন) গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা দুটি সিএনজিতে করে গিয়ে তাদের উপর ব্রাশ ফায়ার করলে ঘটনাস্থলে খিয়াং ত্রিপুরা মারা যায় এবং অনন্ত ত্রিপুরা নামে অপর এক কর্মী গুলিবিদ্ধ হয়। তবে জেএসএস(এমএন) গ্রুপের কেন্দ্রীয় তথ্য ও তথ্য প্রচার সম্পাদক এ ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মিজানুর রহমান জানান, দুপক্ষের গুলাগুলিতে অনন্ত ত্রিপুরা নামে গুলিবিদ্ধ এক যুবককে উদ্বার করে চিকিৎসার জন্য খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো লাশ উদ্বার করা সম্ভব হয়নি।
×